Durgapur: বিধবা মহিলার গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুরে, অবৈধ সম্পর্কের জের?
Body found in Durgapur: পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। তারপর থেকে দুই সন্তানকে নিয়ে একাই থাকতেন তিনি। সেখানকার বাদিন্দা হারু বাগদির সঙ্গে তার বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল।

দুর্গাপুর: রাস্তার ধার থেকে মহিলার গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বুদবুদের মারো গ্রামে। মৃতার নাম জ্যোৎস্না বাগদি (৩৬)। রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে মারোগ্রামে ঢোকার রাস্তায় একটি ফাঁকা জায়গায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে খবর, মৃতার বাড়ি কোটা গ্রামের বাগদিপাড়ায়। খবর যায় পুলিশের কাছেও।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপরই ঘটনা সম্পর্কে উঠে আসতে থাকে একের পর এক আপডেট। কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল আবার এদিন ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন।
কাঁকসার এসিপি জানিয়েছেন, মৃত মহিলার স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। তারপর থেকে দুই সন্তানকে নিয়ে একাই থাকতেন তিনি। সেখানকার বাদিন্দা হারু বাগদির সঙ্গে তার বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল। এলাকারই কোনও এক হোটেলে গিয়েছিলেন। সেখান থেকে টোটো করে ফেরার পথে দু’জনের মধ্যে ঝামেলা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারছে, সেই সময়ই হারু একটি ধারাল অস্ত্র নিয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। গলায় ছুরি চালিয়ে দেয়।
