অনুব্রত মণ্ডলের জন্য তৈরি হচ্ছে বিশেষ ভ্যাকসিন, জানালেন সায়ন্তন বসু

Nov 27, 2020 | 9:00 AM

এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, 'দিলীপ ঘোষের মতো ভাইরাসকে আমি বলেছি তুমি তৃণমূলে এসো। আমাদের বুথ কমিটির লোকজন না হয় ওঁকে দলে নিয়ে নেবে। গোবর মাখিয়ে ডোবার জলে স্নান করানো হবে।'

অনুব্রত মণ্ডলের জন্য তৈরি হচ্ছে বিশেষ ভ্যাকসিন, জানালেন সায়ন্তন বসু

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-এর জন্য তৈরি হচ্ছে বিশেষ ভ্যাকসিন। আগামী বছরের মাঝামাঝিই তা বাজারে চলে আসবে। রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu)। তাঁর দাবি, ভ্যাকসিন তৈরির ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

২৪ ঘণ্টা আগেই অনুব্রত মণ্ডল নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষের মতো ‘ভয়ঙ্কর ভাইরাস’কে ‘গোবর মাখিয়ে ডোবার জলে’ স্নান করানোর। শনিবার বীরভূমের ইলামবাজারে দলীয় কর্মসূচি থেকে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেছিলেন, “দিলীপ ঘোষের মতো ভাইরাসকে আমি বলেছি তুমি তৃণমূলে এসো। আমাদের বুথ কমিটির লোকজন না হয় ওঁকে দলে নিয়ে নেবে। তবে তার আগে ওঁকে স্যানিটাইজ করতে হবে। গোবর মাখিয়ে ডোবার জলে স্নান করানো হবে।”

আরও পড়ুন: দিলীপ ‘ভয়ঙ্কর ভাইরাস’! তৃণমূলের বুথ কমিটির সদস্য হিসাবে নেওয়া যেতে পারে: অনুব্রত

এর পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh)-ও হুঁশিয়ারি দিয়েছিলেন, “অনুব্রত মণ্ডল খালি সংলাপ বলেন। ওঁর ‘ভলিউম’ অনেকটাই কমেছে। এবার স্পিকারের তারও কেটে যাবে।” রবিবার আরও এক ধাপ বেড়ে অনুব্রতকে কেন্দ্রীয় গোয়েন্দাদের জুজু দেখালেন সায়ন্তন।

আরও পড়ুন: শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর হোর্ডিং-সহ গাড়ি আটকাল পুলিস

রবিবার দুর্গাপুরের মায়াবাজারে সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন, “ইডি, সিবিআইরা ভ্যাকসিন (Vaccine) তৈরি করছে। অনুব্রত মণ্ডলের মতো যে সমস্ত ভাইরাস রয়েছে তাঁদের উপর প্রয়োগ করা হবে। মাস ছয়েক অপেক্ষা করে যান। সবটা নজরে আসবে।”

Next Article