কয়লা-পাচার কাণ্ডে বিজেপি, তৃণমূলকে এক যোগে আক্রমণ সূর্যকান্তর

Nov 30, 2020 | 11:29 AM

কিছুটা যায় একজনের ছেলের কাছে, কিছুটা যায় একজনের ভাইপোর কাছে। একমাত্র বামপন্থীরাই এসবের বিরুদ্ধে লড়াই করছে।

কয়লা-পাচার কাণ্ডে বিজেপি, তৃণমূলকে এক যোগে আক্রমণ সূর্যকান্তর
নিজস্ব চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: কয়লা-পাচার কাণ্ডে সরব হলেন সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র। কাঠগড়ায় তুললেন বিজেপি, তৃণমূল উভয়পক্ষকেই। পশ্চিম বর্ধমান (Paschim Burdwan)-এর রানিগঞ্জে এক দলীয় কর্মসূচিতে গিয়ে বর্ষীয়ান এই বাম নেতার কটাক্ষ, কয়লা পাচারের টাকা কার কাছে যায় সবাই জানে। কিছুটা যায় একজনের ছেলের কাছে, কিছুটা যায় একজনের ভাইপোর কাছে। একমাত্র বামপন্থীরাই এসবের বিরুদ্ধে লড়াই করছে।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি

সূর্যকান্ত বলেন, “কয়লা পাচারের টাকা কোথায় যায় সেটা সবাই জানে। ওখানে একজনের ছেলের কাছে যায়। এখানে একজনের ভাইপোর কাছে যায়। এখন তৃণমূল বিজেপিকে বলছে, বিজেপি তৃণমূলকে বলছে। কিন্তু এই দুই পক্ষই এর ভাগ পায়।” একইসঙ্গে তিনি বলেন, “মাটির নিচের কয়লার মালিক দেশের জনগণ। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি কারও পৈতৃক সম্পত্তি না। অথচ এগুলোকে অন্য হাতে তুলে দেওয়া হচ্ছে।”

Next Article