TV9 বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ঝাড়গ্রাম মহকুমার পঞ্চায়েত ও পুর এলাকায় চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ (Duyare arkar Program) কর্মসূচি।
চারটি পর্যায়ে ওই কর্মসূচি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন দফতরের আধিকারিকরা শিবির করে দশটি প্রকল্পের পরিষেবা সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। প্রতিটি ব্লক, পঞ্চায়েত, পুর এলাকায় ওয়ার্ড ভিত্তিক এই কর্মসূচি হবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, তফসিলি বন্ধু, কন্যাশ্রী-সহ দশটি প্রকল্পের পরিষেবা মিলবে।
আরও পড়ুন: অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা
প্রশাসন সূত্রে খবর, প্রথম পর্যায়ে শিবির থেকে আবেদনপত্র নেওয়া হবে। যেসব পরিষেবাগুলি তত্ক্ষণাত্ দেওয়া হবে, সেগুলি তখনই দেওয়া হবে। আর যে সব পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সরকারি স্তরে খোঁজখবর ও আনুসঙ্গিক প্রক্রিয়া থাকে, সেগুলির জন্য পরবর্তী সময়ে ফের শিবির হবে (Duyare arkar Program)।