পশ্চিম মেদিনীপুর: ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকালে ছাত্রাবাসের বাকি আবাসিকরা ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় (College Student Mysterious Death) দেখতে পান। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal)। মৃত ছাত্রের নাম সায়ন গিরি। তিনি ঘাটাল গভর্মেন্ট পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। জানা যাচ্ছে, কলেজের থেকে কিছুটা দূরেই ওই ছাত্রাবাস। সেটি ব্যক্তিগত মালিকাধীন হলেও কলেজের প্রায় সব ছাত্রই সেখানে থাকেন। ছাত্রাবাস সূত্রে জানা যাচ্ছে, সায়ন গিরি ঝাড়গ্রামের ফেকো এলাকার বাসিন্দা। বন্ধুদের দাবি, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল সায়নের। সেই সম্পর্কে কিছু জটিলতা তৈরি হয়েছিল। বন্ধুদের সে কথা জানিয়েছিলেন সায়ন। সোমবার রাতেও বন্ধুরা তাঁকে বারবার বুঝিয়েছিলেন। তাঁকে সারাক্ষণ আগলে রেখেছিলেন বলেও খবর।ভোর রাতে বন্ধুরা ঘুমিয়ে পড়লে সেই সুযোগে সায়ন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে বন্ধুদের দাবি। ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, “পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ছাত্রাবাস থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ছাত্রের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ছাত্রাবাসের মালিক প্রভাস পাল বলেন, “আমার এখানে দীর্ঘদিন ধরেই বহু ছাত্র থাকে। আগে তো কখনও এমনটা হয়নি। পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে।” মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা, বাকিটা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই খড়্গপুর আইআইটি-তে এক ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই ছাত্রের নাম ফয়জান আহমেদ। বয়স ২৩ বছর। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পাঠরত ছিলেন। হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়। মামলাটি এখন হাইকোর্টে বিচারাধীন।