BJP Leader: শালবনিতে বিজেপি নেতার বাড়ির ছাদে বনদফতরের কাঠ, ‘চক্রান্তের শিকার’ বলছেন অভিযুক্ত

Debabrata Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Jan 22, 2024 | 6:30 AM

Medinipur: তৃণমূলের অঞ্চল সভাপতি কৌশিক হাজরা বলেন, প্রথমবার নয়। আগেও এইরকম কাজ করেছেন উনি। এবার ধরা পড়লেন। আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার মলয়কুমার ঘোষ জানান, বিজেপি নেতার বাড়ি থেকে কাটা গাছ উদ্ধার হয়েছে। অভিযুক্তকে নোটিস পাঠানোর পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

BJP Leader: শালবনিতে বিজেপি নেতার বাড়ির ছাদে বনদফতরের কাঠ, চক্রান্তের শিকার বলছেন অভিযুক্ত
বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: বনদফতরের কাটা গাছ। সেই কাটা গাছ বা গাছের লগ উদ্ধার হল বিজেপি বুথ সভাপতির বাড়ির ছাদ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় মেদিনীপুরের শালবনি। কীভাবে বনদফতরের কাটা গাছের অংশ বিজেপি নেতার বাড়ির ছাদ অবধি পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও অভিযুক্ত বিজেপি নেতার দাবি, তিনি চক্রান্তের শিকার। বিজেপি করেন বলেই এই ধরনের ঘটনা ঘটল।

শালবনি ব্লকের তিলাবনি এলাকায় বাড়ি বিজেপি নেতা কৃষ্ণসাধন ঘোষের। রবিবার বিকালে সেই বাড়িতে হানা দেয় আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের আধিকারিক ও বনকর্মীরা। সঙ্গে যান শালবনি থানার পুলিশ কর্মীরাও। বনদফতর সূত্রে খবর, ওই এলাকায় জঙ্গল কাটার কাজ চলছিল। তার মধ্যেই এলাকার বিজেপি বুথ সভাপতি তথা বনরক্ষা কমিটির সদস্য কৃষ্ণসাধন ঘোষের বিরুদ্ধে কমিটির অন্যান্য সদস্যদের একাংশ মারাত্মক অভিযোগ তোলে। তাঁদের বক্তব্য ছিল, কাটা গাছের কিছুটা অংশ নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন কৃষ্ণসাধন।

অভিযোগ, এরপরই এদিন বিকালে বনকর্মীরা তাঁর বাড়িতে এসে পৌঁছন। সোজা বিজেপি নেতার ছাদে যান। সঙ্গে ছিল পুলিশও। সেখান থেকেই কাঠ বাজেয়াপ্ত করা হয়। যদিও অভিযুক্ত কৃষ্ণসাধন ঘোষ বলেন, বিজেপি করেন বলে তাঁকে এ ধরনের চক্রান্তের শিকার হতে হচ্ছে। তাঁর দাবি, এগুলো কাটা গাছ নয়। গাছের ডালপালা। যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি কৌশিক হাজরা বলেন, প্রথমবার নয়। আগেও এইরকম কাজ করেছেন উনি। এবার ধরা পড়লেন। আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার মলয়কুমার ঘোষ জানান, বিজেপি নেতার বাড়ি থেকে কাটা গাছ উদ্ধার হয়েছে। অভিযুক্তকে নোটিস পাঠানোর পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

Next Article