Paschim Medinipur: ‘চল পালিয়ে যাই…’, এ আবার কেমন প্রস্তাব! যা পরিণতি হল যুবকের

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 29, 2024 | 7:06 PM

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সিংহচক গ্রামের ঘটনা। জানা গিয়েছে, বীরভূম থেকে রাজমিস্ত্রির কাজ করতে সিংহচক গ্রামে গিয়েছেন অভিযুক্ত হাসান শেখ।

Paschim Medinipur: চল পালিয়ে যাই..., এ আবার কেমন প্রস্তাব! যা পরিণতি হল যুবকের
গৃহবধূকে কুপ্রস্তাব
Image Credit source: TV9 Bangla

Follow Us

দাসপুর: গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে খুটিতে বেঁধে পুলিশের হাতে তুলে দিল এলাকার লোকজন। বৃহস্পতিবার সকালে পেশায় রাজমিস্ত্রি ওই যুবককে আটক করে পুলিশ। যদিও যুবকের দাবি, তিনি এমন কিছুই করেননি।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সিংহচক গ্রামের ঘটনা। জানা গিয়েছে, বীরভূম থেকে রাজমিস্ত্রির কাজ করতে সিংহচক গ্রামে গিয়েছেন অভিযুক্ত হাসান শেখ। কয়েক দিন ধরেই দাসপুরের সিংহচক গ্রামের এক গৃহবধূকে তিনি কুপ্রস্তাব দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকী ওই গৃহবধূকে সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ।

দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় প্রতিবেশীদের জানিয়ে দেন ওই গৃহবধূ। এই খবর শুনেই এলাকার মানুষজন ওই যুবককে ধরে ফেলেন। এরপর তাঁকে খুঁটিতে বেঁধে রেখে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেয় তারা। এলাকার মানুষের দাবি তাদের এলাকায় এরকম বহু অচেনা ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি, সমস্ত ব্যক্তির সঠিক পরিচয় পত্র যাচাই করেই যেন এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়। ওই অভিযুক্ত যুবকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Next Article