খড়্গপুর: মঙ্গলবার দুপুরে আচমকা খড়্গপুরে ভেঙে পড়ল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার ওই যুদ্ধবিমানটি আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ ভেঙে পড়ে খড়গপুর লোকাল থানার অন্তর্গত শুকনিবাসা, দিয়াসা এলাকায়। জানা যাচ্ছে, কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন এই অঘটনটি ঘটেছে। যদিও যুদ্ধবিমানের পাইলট অক্ষত রয়েছে। প্যারাশুটের সাহায্যে নিরাপদে নীচে নেমে আসতে সক্ষম হন বায়ুসেনার ওই পাইলট। বায়ুসেনার পাইলটের বিচক্ষণতা ও দক্ষতায় ভিড় এলাকায় এড়িয়ে দূরে গিয়ে পড়ে বিমানটি। একটি ফাঁকা চাষের জমিতে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটির অফিসাররা হেলিকপ্টারে চেপে ঘটনাস্থলে আসেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই যুদ্ধবিমানটি কলাইকুন্ডার বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল। কিন্তু কী কারণে ভেঙে পড়ল বিমানটি, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, এদিন দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ বিকট শব্দে ধান ক্ষেতের মধ্যে আছড়ে পড়ে বায়ুসেনার ওই যুদ্ধবিমানটি। মাটিতে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিমানটি। ঘটনার আকষ্মিকতায় হকচকিয়ে যান এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের মনে অল্পবিস্তর আতঙ্কও ছড়ায় এই দুর্ঘটনার জেরে। তবে পাইলটের দক্ষতার কারণে, ঘন বসতি এলাকার বদলে ফাঁকা চাষের জমিতে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার ওই বিমানটি।
স্বস্তির বিষয় যে বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই সঠিক সময়ে বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন বায়ুসেনার পাইলট। প্যারাশুটের সাহায্যে নিরাপদে মাটিতে নেমে আসেন তিনি। কীভাবে এই অঘটন ঘটল, তা খতিয়ে দেখছে বায়ুসেনা। ইতিমধ্যেই কলাইকুন্ডার বায়ুসেনা ঘাঁটি থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বায়ুসেনার পদস্থ অফিসাররা।