কলকাতা: কয়েকদিন ধরেই ‘ইন্ডিয়া-ভারত’ নাম নিয়ে বিতর্ক চলছে। এ রাজ্যে ক্ষমতায় এলে বদলে যাবে বহু রাস্তা কিংবা ঐতিহ্যবাহী স্থানের নাম তেমনই ইঙ্গিত দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর আরও একধাপ এগিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তাঁর হুঁশিয়ারি, “যে ইন্ডিয়া খুঁজবে ব্রিটেনে গিয়ে খুঁজুক। বিজেপি ক্ষমতায় এলে কলকাতা থেকে ব্রিটিশের মূর্তি উপড়ানো হবে।”
বিজেপি নেতার বক্তব্য, “যাঁরা এতদিন ধরে দেশকে পরাধীন করে রেখেছিল, তাঁদের কোনও চিহ্ন ভারতে থাকবে না। কলকাতার রাস্তা-ঘাটে বহু ব্রিটিশের মূর্তি ছিল। কোথায় এখন? ওইগুলোকে মিউজিয়ামে রাখা রয়েছে।” খড়গপুরের সাংসদের কথায়, “সকালে ঘুম থেকে উঠে আমাদের ছেলেমেয়েরা ওদের মুখ দেখবে না। যে এক-দুটো মূর্তি রয়েছে তাও উপড়ে ফেলব আমরা ক্ষমতায় এলে। এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি থাকবে। সব পাল্টে দেব আমরা।” দিলীপের নিদান, “ইন্ডিয়া পাল্টে ভারত হবে। যার পছন্দ হবে না সে বাইরে চলে যাবে।”
বিজেপি নেতার এ হেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। বলেন, “এখন বিজেপি-র সংগঠন এ রাজ্যের সব জায়গা থেকে দিলীপ ঘোষকেই সরিয়ে দিয়েছে। সেই ব্যথাতে পাগল হয়ে গিয়েছেন। নয়তো, এই কথা কেউ বলতে পারেন না।” তাঁর প্রশ্ন, “ব্রিটিশরা রেল তৈরি করেছিল। ওরা রেল বন্ধ করে দিতে পারবে তো? ব্রিটিশরা মনুমেন্ট তৈরি করেছিল সেটা ভেঙে দিতে পারবে? এখানে ব্রিটিশরা ভিক্টোরিয়া মেমোরিলায় তৈরি করেছিলেন। সেটাও ভেঙে দিতে পারবেন তো উনি?”
যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার সাফাইয়ের সুরে বলেছেন, “দিলীপদা এইভাবে বলতে চেয়েছেন বলে মনে হয় না। পরাধীনতার চিহ্নকে মুছে ফেলার কথা বলতে চেয়েছেন। এক সময় খোদ নেতাজী সিঙ্গাপুরে গিয়ে যখন জয়লাভ করেছিলেন সেই সময় ব্রিটিশদের থাকা স্মৃতীসৌধ ভেঙে ফেলেছিলেন। তাহলে নেতাজীও ভুল কাজ করেছেন? পরাধীন মানসিকতা মুছে ফেলতে হবে। লেলিনের এত বড় মূর্তির কোনও প্রয়োজনীয়তা আছে? ওনার কোনও অবদান আমার জীবনে নেই। ওনার মূর্তির জায়গায় রবীন্দ্রনাথের আরও বড় মূর্তি বানাব আমরা।”
সম্প্রতি, শুভেন্দু অধিকারী নাম বিতর্ক ইস্যুতে বলেছিলেন, “এ দেশ ভারতই। ব্রিটিশের কোনও নাম এখানে চলবে না। বাংলায় যখন বিজেপি সরকার আসবে, তখন বার্জ টাউন সরে যাবে। কর্ণেলগোলা সরে যাবে। ওয়েস্টিন সরে যাবে। যত ব্রিটিশ নামনমুনা আছে, যত মুঘল নামনিশানা আছে সব সরানোর কাজ বিজেপি সরকার করবে। ভারত নাম চিরন্তন। এর কোনও অপশন নেই।” শুভেন্দুর সেই সুরেই সুর মিলিয়ে দিলীপও আজ একই মন্তব্য করেছেন।