BJP leader death: সবং-এ বুথ সভাপতিকে মারল কারা? CBI তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে যাবে বিজেপি

Debabrata Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 30, 2023 | 1:32 PM

BJP leader death: হাইকোর্টে মামলা করার পাশাপাশি, বিজেপির তরফে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের সন্ত্রাস অব্যহত।

BJP leader death: সবং-এ বুথ সভাপতিকে মারল কারা? CBI তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে যাবে বিজেপি
মৃত বিজেপি নেতার পরিবার
Image Credit source: TV9 Bangla

Follow Us

সবং: পঞ্চায়েত নির্বাচনের মুখে বিজেপি নেতার রহস্য মৃত্যুতে উত্তাল সবং। বিজেপি বুধ সভাপতি দীপক সামন্তর মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি করছে বিজেপি নেতৃত্ব। সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে যাচ্ছে গেরুয়া শিবির। তবে ওই নেতার পরিবারের তরফে করা অভিযোগে বাড়ছে বিভ্রান্তি। দীপক সামন্তর মায়ের অভিযোগ, তাঁর ছেলের মৃত্যু হয়েছে পারিবারিক কলহের জেরে আর দীপকের স্ত্রীর লিখিত অভিযোগে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতৃত্বকে।

বৃহস্পতিবারই বাড়ি থেকে উদ্ধার হয় দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট প্রচারে বেরনোয় বারবার হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। এরপরই দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাসের দাবি, যেভাবে দেহ পাওয়া গিয়েছে, তাতে খুন বলেই মনে করছেন তাঁরা।

শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাইকোর্টে মামলা করার পাশাপাশি, বিজেপির তরফে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের সন্ত্রাস অব্যহত।

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের বাসিন্দা দীপক সামন্ত ছিলেন পানিথর বুথের বিজেপির বুথ সভাপতি। তাঁর পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্তও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর সকাল ১১টায় তাঁর বাড়ির ভিতরে মেলে তাঁর ঝুলন্ত দেহ।

Next Article