BJP Attacks Dev: ‘মানুষ আপনাকে ঢপবাজ বলছে’, ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবকে তীব্র কটাক্ষ BJP MLA শীতল কপাটের
BJP Attacks Dev: যদিও ঘটনাটিকে নিয়ে কোন গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি পাল্টা তোপ দেগেছেন শীতল কপাটের বিরুদ্ধে। চাপানউতোর রাজনৈতিক মহলে।

কটাক্ষ করেছেন শীতল কপাট নিজেও। দেবকে একহাত নিয়ে তিনি বলেন, “এবার দেখবেন পাগলু ঘাটালে শ্যুটিং করতে আসবেন। আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজের ঢাক নিজেই বাজিয়েছিলেন। এখন মানুষ ওনাকে ঢপবাজ বলছেন। আপনি শুধু মিথ্যা কথা বলতে জানেন, অভিনয় করতে জানেন। সিনেমা আর বাস্তবকে এক মনে করেছেন। ঘাটালের মানুষ আজ জবাব চাইছে।”
যদিও ঘটনাটিকে নিয়ে কোন গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি পাল্টা তোপ দেগেছেন শীতল কপাটের বিরুদ্ধে। তিনি বলেন, “আমরা তো শুনেছি বেশ কিছুদিন আগে থেকে কলকাতায় দেবের ওখানে যেতেন। তৃণমূলে যদি ওকে নেওয়া হয় সেই ইচ্ছাতেই যেতেন। কিন্তু এখন বুঝে গিয়েছেন তৃণমূলের দরজা ওর জন্য বন্ধ। তার জন্য কুৎসা শুরু করেছেন।”
