মেদিনীপুর: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মেদিনীপুরে তাণ্ডব চালিয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে বাঁক নেওয়ার কথা ইয়াসের (Cyclone Yaas)। কিন্তু তার আগে মঙ্গলবার জোয়ারের জলোচ্ছ্বাসেই লন্ডভন্ড হল জেলার বিভিন্ন সেতু।
মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকায় মনসুকা নদীর উপর সেতু তৈরির কাজ চলছিল। তৈরি হচ্ছিল কংক্রিটের সেতু। সেই সেতু তৈরির জন্যই নদীতে বাঁধ দেওয়া হয়েছিল। ইয়াসের পূর্বাভাসের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেতু তৈরির কাজ শুরু হয়। মোটামুটি একটা অবয়ব দেওয়া গিয়েছিল। তবে এদিন জোয়ারের জলের ঝাপটায় আছড়ে ফেলে দিল সেই নির্মীয়মাণ সেতু। স্থানীয়রা জানান, তাঁরা নির্মাণ সংস্থার কর্মীদের সঙ্গে হাত লাগিয়ে কোনওক্রমে জিনিসপত্র নিয়ে ডাঙায় উঠে আসেন।
অন্যদিকে এদিনই আবার খড়গপুরে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে পড়তে শুরু করে ওড়িশাগামী বেশ কিছু গাড়ি। খড়গপুর থেকে বেলদা যাওয়ার রাস্তায় মকরামপুর টোল প্লাজার আগে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে রান্নার গ্যাস ভর্তি ট্যাঙ্কার।
আরও পড়ুন: মঙ্গলবার বলে কথা! উডবার্নের গ্রিলে জবার মালা ঝুলিয়ে অনর্গল মন্ত্রপাঠ মদনের
হলদিয়া থেকে ওড়িশার ভুবনেশ্বর খুরদা এলাকায় যাচ্ছিল গাড়িগুলি। প্রায় ৪০টি ট্যাঙ্কার সেখানে। একটির চালক রামপিয়ারী আদক বলেন, “হলদিয়া থেকে ভুবনেশ্বর যাচ্ছি রান্নার গ্যাস বোঝাই ট্যাঙ্কার নিয়ে। কিন্তু যা দুর্যোগ আসছে তাতে অত দূর এখন যাওয়া যাবে না। রাস্তাতেই থাকব।”
পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি বেগে ধেয়ে আসবে ইয়াস। হাওয়ার বেগ হবে ৯০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এরপরই বিপদের ভ্রুকুটি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জন্য। এখানে ৮০-৯০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকেই মূলত ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই মেদিনীপুরে।
*** ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের মোকাবিলয়া দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪