CS Manoj Panth: নৌকায় চেপে ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন মুখ্যসচিব মনোজ পন্থ

Ashim Bera | Edited By: সায়নী জোয়ারদার

Sep 22, 2024 | 9:07 PM

Ghatal: ঘাটালে বন্যা কবলিত এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা খতিয়ে খোঁজ নেন মুখ্যসচিব। ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা, ডিভিশনাল কমিশনার আয়েশা রানি, আইজি খড়গপুর রেঞ্জ অনুপ জয়সওয়াল, জেলাশাসক খুরশিদ আলি কাদরী, পুলিশসুপার ধৃতিমান সরকার।

CS Manoj Panth: নৌকায় চেপে ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন মুখ্যসচিব মনোজ পন্থ
ঘাটালে মনোজ পন্থ। সঙ্গে অন্য়ান্য সচিব।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটালে। জলযন্ত্রণার সেই ছবি সরেজমিনে ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। জেলা স্বাস্থ্য দফতরের মেডিক্যাল ক্যাম্প ঘুরে, আধিকারিকদের নিয়ে নৌকায় চেপে প্লাবিত এলাকা পরিদর্শন করে মহকুমাশাসকের দফতরে বৈঠক করেন তিনি।

রবিবার দুপুরে প্রথমে ঘাটালের বিশালাক্ষ্মী মন্দিরে জেলা স্বাস্থ্য দফতরের তরফে খোলা মেডিক্যাল ক্যাম্পে যান মনোজ পন্থ। সেখানে আসা মানুষের সঙ্গে কথা বলেন তিনি। অভাব অভিযোগের কথা শোনেন। এরপরই চলে যান ঘাটালের মহকুমা শাসকের দফতরে। সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক চলে।

ঘাটালে বন্যা কবলিত এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা খতিয়ে খোঁজ নেন মুখ্যসচিব। ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা, ডিভিশনাল কমিশনার আয়েশা রানি, আইজি খড়গপুর রেঞ্জ অনুপ জয়সওয়াল, জেলাশাসক খুরশিদ আলি কাদরী, পুলিশসুপার ধৃতিমান সরকার।

বৈঠকের পর নৌকায় চড়ে ঘাটালের রথীপুরে প্লাবিত এলাকা ঘুরে দেখেন মুখ্যসচিব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ পন্থ জানান, “জেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জানলাম। শুনলাম মোটামুটি ১০ লক্ষের উপর মানুষ দুর্যোগের শিকার। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবরকম পদক্ষেপ করেছে।” তিনি জানান, অনেক জায়গায় যোগাযোগের সমস্যায় নৌকা নিয়ে যেতে হচ্ছে। তবে স্বাস্থ্য়কর্মী থেকে শুরু করে সকলেই চেষ্টা করছেন সর্বোতভাবে দুর্গতদের পাশে থাকার।

Next Article