CPIM: বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোট, ‘উৎসাহে’ প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন CPM কর্মীদের

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 06, 2023 | 12:39 PM

CPIM: কোনও রাজনৈতিক দলের এখনও প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দাসপুরের দুই ব্লকের শ্রীবরা এলাকায় দেখা গেল উল্টো ছবি। প্রার্থীদের নামের তালিকা দিয়ে দেয়াল লিখন সম্পূর্ণ করল সিপিআইএমের কর্মী সমর্থকরা।

CPIM: বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোট, ‘উৎসাহে’ প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন CPM কর্মীদের
চলছে দেওয়াল লিখন (নিজস্ব চিত্র)

Follow Us

দাসপুর: এখনও ঘোষণা হয়নি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তবে মাঠে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেউ। পিছিয়ে নেই সিপিএম-ও। কোনও রাজনৈতিক দলের এখনও প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দাসপুরের দুই ব্লকের শ্রীবরা এলাকায় দেখা গেল উল্টো ছবি। প্রার্থীদের নামের তালিকা দিয়ে দেয়াল লিখন সম্পূর্ণ করল সিপিআইএমের কর্মী সমর্থকরা। তিন প্রার্থীর নাম লিখে ‘কাস্তে-হাতুড়ি-তারা’ চিহ্নে ভোট দেওয়ার আবেদন। যা ঘিরে শুরু হয়েছে শোরগোল।

দেওয়ালে কী লেখা হয়েছে?

‘লক্ষ্মীকান্ত ভৌমিক, শিবপ্রসাদ চক্রবর্তী, উত্তম মণ্ডলকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন’

এই বিষয়ে সিপিএম-এর দাবি, এলাকার বেশ কিছু কর্মী উৎসাহবসত নামগুলো লিখে ফেলেছে। তবে পার্টির সিদ্ধান্ত ছাড়া আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তা অবশ্যই নজরে রাখব। সিপিএম নেতা তথা প্রার্থী শিবপ্রসাদ চক্রবর্তী বলেন, “এটা ভুল করে করেছি। এটা আমাদের নিজস্ব ভুল আমরা পার্টির কাছে স্বীকার করছি। আমরা পার্টিতে জানিয়ে বন্ধ করে দেব।”

দেয়াল লিখনের ঘটনায় সিপিএমকে কটাক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির। তিনি বলেন, “সিপিএম তো একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছিল, যে ক’জন এখন উঠেছে তারা দলে নিয়ম-শৃঙ্খলা মানেনি , যদি কেউ দেয়াল লেখা থাকে তো ওরা দেওয়ালেই থাকবে ভোটের বাক্সে থাকবে না।”

Next Article