Daspur: বাঁধ ভাঙল কংসাবতীর, জলে তলিয়ে গেল বসত বাড়ি

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2024 | 4:30 PM

Daspur: প্রত্যক্ষদর্শী ভাস্কর চন্দ্র জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের সামাট এলাকার বাসিন্দা আশীস বটব্যাল। একমাত্র বসত বাড়িটি ১৭ সেপ্টম্বর গভীর রাতে এলাকার কাঁসাই নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণ তলিয়ে গিয়েছে বন্যার গ্রাসে।

Daspur: বাঁধ ভাঙল কংসাবতীর, জলে তলিয়ে গেল বসত বাড়ি
বসত বাড়ি গিলল কংসাবাতী

Follow Us

দাসপুর: গভীর রাতে আচমকাই ভাঙল কংসাবতী নদী লাগোয়া বাঁধ। যার জেরে ভাসিয়ে নিয়ে গেল বসতবাড়ি। কোনওক্রমে গ্রামবাসীদের প্রচেষ্টায় বাড়িতে থাকা ঘুমন্ত অবস্থায় চার সদস্যের বাঁচল প্রাণ। তবুও পাশে দাঁড়ায়নি কেউ, প্রশাসন ও সাংসদ দেব এর হস্তক্ষেপের দাবি অসহায় পরিবারের।

প্রত্যক্ষদর্শী ভাস্কর চন্দ্র জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের সামাট এলাকার বাসিন্দা আশীস বটব্যাল। একমাত্র বসত বাড়িটি ১৭ সেপ্টম্বর গভীর রাতে এলাকার কাঁসাই নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণ তলিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবু পাশে দাঁড়ায়নি কেউ, অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। আর এই বাঁধ ভাঙার ফলে কৃষি প্রধান এলাকারও ক্ষতি হয়েছে বিঘের পর বিঘে কৃষি জমির। পুজোর আগে বন্যায় আশীসবাবুর মত এমনই সর্বস কেড়ে নিল অনেকের। কীভাবে নতুন করে সংসার বাঁধবে এই চিন্তায় ঘুম উড়েছে বটব্যাল পরিবার সহ একাধিক পরিবারের।

যদি এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সাহায্য করা হবে।”

Next Article