Daspur: পুকুরে গিয়েছিলেন মহিলারা, জলের দিকে একটু এগোতেই চক্ষু চড়কগাছ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2023 | 6:24 PM

Daspur: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ফরিদপুর গ্রামের ঘটনা। সেখানেই পুকুর থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ।

Daspur: পুকুরে গিয়েছিলেন মহিলারা, জলের দিকে একটু এগোতেই চক্ষু চড়কগাছ
(নিজস্ব চিত্র)

Follow Us

দাসপুর (পশ্চিম মেদিনীপুর): দুপুরে গ্রামের পুকুরে গিয়েছিলেন মহিলারা (Woman)। নিত্যদিনের কাজ কর্ম সারছিলেন তাঁরা। তখনই আচমকা থতমত খেলেন। এ কী পুকুরে ভাসছে মৃতদেহ! খবর চাউর হয়ে যায় দ্রুত। আর তারপরই খবর দেওয়া হয় পুলিশে (police)। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার (deadbody recover) করে নিয়ে যায়।

পশ্চিম মেদিনীপুর (paschim medinipur) জেলার দাসপুর থানার (Daspur police station) ফরিদপুর (Faridpur) গ্রামের ঘটনা। সেখানেই পুকুর থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো দাসপুর থানার ফরিদপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এখনো মৃতের নাম ও পরিচয় কিছুই জানতে পারেনি।

জানা গিয়েছ, দাসপুর থানার ফরিদপুর গ্রামের একটি পুকুর থেকে ওই  অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ, দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে। যদিও, পুলিশ সূত্রে মৃতের পরিচয় জানা যায়নি। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “একজন মহিলা প্রথমে দেখেন। দেখে এসে সে ডাকাডাকি করে। গিয়ে দেখি চিনতে পারিনি ওকে। আমার মনে হয় শীতের রাতে মদ্যপ অবস্থায় পড়ে গিয়েছে পুকুরে।”

Next Article