Dengue: মেদিনীপুরে ডেঙ্গির বাড়বাড়ন্ত, প্রশাসন বলছে মোকাবিলায় প্রস্তুত

Debabrata Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 13, 2024 | 11:21 AM

Dengue: পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংখ্যাটা প্রায় ৫৫০। যদিও প্রশাসন সূত্রে দাবি, তারাও সবরকমভাবে প্রস্তুত। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গি জানান, পরিস্থিতি মোকাবিলায় তৈরি তারা।

Dengue: মেদিনীপুরে ডেঙ্গির বাড়বাড়ন্ত, প্রশাসন বলছে মোকাবিলায় প্রস্তুত
ডেঙ্গির প্রকোপ বাড়ছে।

Follow Us

মেদিনীপুর: ফি বছর বর্ষা যেতে না যেতেই ভয়াল আকার নেয় ডেঙ্গি। গতবার ছবিটা বেশ ভয় ধরিয়েছিল রাজ্যজুড়েই। এবারও বাঁকুড়া, মেদিনীপুর চিন্তা বাড়াচ্ছে। এই মরসুমে এখনও অবধি মেদিনীপুর জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০০ পার করেছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংখ্যাটা প্রায় ৫৫০। যদিও প্রশাসন সূত্রে দাবি, তারাও সবরকমভাবে প্রস্তুত। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গি জানান, পরিস্থিতি মোকাবিলায় তৈরি তারা।

গতকাল অবধি পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৫১ বলেই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গি। জেলার মধ্যে মেদিনীপুর শহর, ঘাটাল, দাসপুরে ডেঙ্গির বাড়বাড়ন্ত বেশি বলেই জানিয়েছেন তিনি।

সৌম্যশঙ্কর ষড়ঙ্গির বক্তব্য, হাসপাতালেই আলাদা করে একটি ওয়ার্ড খোলা হয়েছে ডেঙ্গি রোগীদের জন্য। পাশাপাশি পুরসভা ও পঞ্চায়েত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন। এর বাইরে প্রচার করা হচ্ছে জেলায়। সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক।

তবে জেলা স্বাস্থ্য দফতর মোকাবিলায় প্রস্তুত বললেও, এবারের আক্রান্তের সংখ্যাটা খুব একটা কম না। ফলে চিন্তা থাকছেই। একইসঙ্গে জেলায় ম্য়ালেরিয়ার প্রকোপও বাড়ছে। প্রায় ৬০ জন আক্রান্ত। স্বাস্থ্য আধিকারিক অবশ্য জানিয়েছেন, বেশিরভাগ ম্যালেরিয়া আক্রান্ত বাইরে থেকে এসেছেন।

Next Article