পশ্চিম মেদিনীপুর: পুজোর আগে পশ্চিম মেদিনীপুরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে ইতিমধ্যে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮৮ জন। তাঁদের মধ্যে ঘাটাল মহকুমাতে আক্রান্ত ৭০ জন। পুরসভার তরফ থেকে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে। রাতে মশারি ব্যবহার, বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, বাড়ির কারোর জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বারবার স্মরণ করানো হচ্ছে এলাকাবাসীদের।
এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছেন প্রাথমিক স্কুলের শিক্ষক আর খুদে পড়ুয়ারাও। পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ঘাটাল মহকুমায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০। ডেঙ্গি নিয়ে গ্রামীণ এলাকার মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে নিচন্যা প্রাথমিক স্কুলের পড়ুয়ারা।
চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের তিন নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের নিচন্যা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এলাকার মানুষদের সচেতন করছেন। পরিবারের কোনও সদস্যের জ্বর হলে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এলাকায় প্রশাসনের তরফেও সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। জ্বর হলে অবহেলা না করতে, তিন দিনের বেশি জ্বর থাকলে পরীক্ষা করাতে বলা হচ্ছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তির কথা বলা হচ্ছে।