Dilip Ghosh: খবরদার বিজেপির গাড়ির সামনে আসবেন না, বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে: দিলীপ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 08, 2022 | 11:12 PM

Dilip Ghosh: কিছুদিন আগেই বেলদায় দিলীপ ঘোষের উদ্দেশে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন তৃণমূল সমর্থকদের একাংশ। সেই নিয়ে 'বুকে পা তুলে দেওয়ার' হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার বললেন, "আমাকে গো ব্যাক স্লোগান? খুব সাবধান, কাউকে ছেড়ে কথা বলব না।"

Dilip Ghosh: খবরদার বিজেপির গাড়ির সামনে আসবেন না, বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে: দিলীপ
কেশিয়ারিতে দিলীপ ঘোষ

Follow Us

খড়গপুর: ফের বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক দলীয় কর্মিসভায় দিলীপবাবুর হুঁশিয়ারি, “খবরদার বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে আসবে। মায়ের কোল খালি হয়ে যাবে।” আক্রমণের সুর আরও চড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির আরও বক্তব্য, যাঁরা গাড়ি আটকাতে আসবেন, তাঁরা যেন জীবনবীমা করিয়ে আসেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই বেলদায় দিলীপ ঘোষের উদ্দেশে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন তৃণমূল সমর্থকদের একাংশ। সেই নিয়ে ‘বুকে পা তুলে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার বললেন, “আমাকে গো ব্যাক স্লোগান? খুব সাবধান, কাউকে ছেড়ে কথা বলব না।”

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই গরম হচ্ছে রাজনীতির বাতাবরণ। আক্রমণ, পাল্টা আক্রমণের পালা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি সুকান্ত মজুমদার ‘কোচবিহার দাওয়াই’-এর কথা বলেছিলেন। তার পাল্টা উদয়ন গুহও শুনিয়েছেন ‘বিছুটি পাতা’, ‘বাঁশ ডলা’র তত্ত্ব। এবার তপ্ত বাক্যবাণ শানালেন দিলীপ ঘোষও। বেলদার পর এদিন কেশিয়ারিতেও দিলীপ ঘোষের গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন তৃণমূল সমর্থকদের একাংশ। সেই নিয়েই দিলীপের পরামর্শ, “বিজেপির গাড়ি আটকাতে এসো না। যদি আসো, জীবনবীমা করিয়ে এসো। একটু এদিক ওদিক হলেই ভোগে। এই মস্তানি আমরা অনেক দেখেছি।”

বেলদায় তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া প্রসঙ্গ টেনে এনে দিলীপ ঘোষ বলেন, “ভাই এটা আমাদের জায়গা। লোক ভোট দিয়ে জিতিয়েছে। কেউ এসে আমাকে গো ব্যাক বলবে… খুব সাবধান। কাউকে ছেড়ে কথা বলব না। বাপের জমিদারি নয়। তাদের কিছু আজ আটকানোর চেষ্টা করেছিল। আমি আজ বলে যাচ্ছি, খবরদার আর কোনওদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে যাবে, বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে।”

দিলীপ ঘোষের এই মন্তব্যের নরমে-গরমে পাল্টা দিয়েছেন কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মুও। তিনি বলেন, ” দিলীপ ঘোষ যদি এলআইসি এজেন্ট হন, আপনি আসুন। আপনার কাছেই আমি পলিসি করব। খুব ভাগ্য ভাল, আপনি বরাত জোরে লোকসভা আসনটিতে বেঁচে গিয়েছেন। আপনার যদি হিম্মত থাকে, একটি বুথে দিলীপ ঘোষ নিজে পঞ্চায়েতে দাঁড়ান। প্রমাণ হয়ে যাবে মানুষ কোনদিকে।”

 

Next Article