দেবের এলাকায় নৌকা চালিয়ে যাতায়াত করছেন লোকজন!

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 29, 2024 | 12:22 PM

Ghatal: জানা যাচ্ছে, ঘাটাল পৌরসভার ৫,৯, ১০ নম্বর ওয়ার্ড। সেখানে কয়েকদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল ঘাটাল পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা। বন্যার জল আরও বাড়তে পারে সেই আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানভাসি।

দেবের এলাকায় নৌকা চালিয়ে যাতায়াত করছেন লোকজন!
দেবের এলাকায় নৌকা চালিয়ে যাতায়াত করছেন লোকজন!
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ঘাটাল: বর্ষা আসতেই ফের ভাসল পশ্চিম মেদিনীপুরের ঘটাল। শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত ঘাটাল পৌর এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট। নৌকা ও ডিঙি করে যাতায়াত করছেন সাংসদ দেব অধিকারীর সংসদীয় এলাকার লোকজন।

জানা যাচ্ছে, ঘাটাল পৌরসভার ৫,৯, ১০ নম্বর ওয়ার্ড। সেখানে কয়েকদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল ঘাটাল পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা। বন্যার জল আরও বাড়তে পারে সেই আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানভাসি। অপর দিকে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের খসকিরা এলাকায় শিলাবতী নদীর জলে ডুবেছে কাঠের সাঁকো। ডুবে যাওয়া সাগর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।

এলাকারা বাসিন্দা যুগল মান্না বললেন, “এলাকারা বাসিন্দা যুগল মান্না বললেন, “দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে। একটু বৃষ্টিতেই চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এই ব্রিজ ডুবে যায় বলে পারাপার করতে পারছি না। শরীর খারাপ হলে কেউ যে হাসপাতাল যাবে তাও পারছি না। এই ব্রিজ দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। তবে ডুবে গিয়েছে বলে জলবন্দি হয়ে বাড়িতে বসে আছি।”

Next Article