BCM International School: পার্থর জামাইয়ের স্কুলে ইডি-র হানা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কয়েকশো পড়ুয়া থেকে অভিভাবক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2022 | 4:06 PM

Paschim medinipur: এই স্কুলের জমি সংক্রান্ত এবং আর্থিক দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছিলেন এখানে।

BCM International School: পার্থর জামাইয়ের স্কুলে ইডি-র হানা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কয়েকশো পড়ুয়া থেকে অভিভাবক
এই সেই স্কুল (নিজস্ব ছবি)

Follow Us

পিংলা: প্রত্যন্ত গ্রামের মধ্যে পিংলার খিরিন্দা গ্রামে নজরকাড়া বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। যা পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বলেই জানা যাচ্ছে। সেই কারণে নজরকাড়া স্কুলটি নজর এড়ায়নি ইডি আধিকারিকদের। এই স্কুলের জমি সংক্রান্ত এবং আর্থিক দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসেছিলেন। কথা বলে গিয়েছেন যিনি মধ্যস্থতা করেছিলেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তাঁর মামার সঙ্গে। তারপর থেকে স্কুলের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় স্কুলে পাঠরত ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা।

অভিভাবকরা চান স্কুল যেন আগের মতোই সুন্দর স্বাভাবিক ভাবে চলে । স্কুলের পঠন পাঠানে যাতে কোথাও কোন ধরনের প্রভাব না পড়ে। স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী মৈত্র ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন স্কুলের পড়াশুনায় এখন অবধি কোনও প্রভাব পড়েনি। আর তাঁরা এই পঠন-পাঠন নিয়েই থাকতে চান ।

এক অভিভাবক বলেন, ‘দুঃশ্চিন্তা আছে। আমরা আশা করব এর যেন কোনও প্রভাব না পড়ে। কারণ এতে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে প্রভাব পড়তে পারে। আসলে আমাদের এখানে কাছাকাছি কোনও ভাল স্কুল নেই। তাই এই স্কুল কাছাকাছি খোলায় আমরা আশা করেছিলাম বাড়িতে থেকে বাচ্চাদের ভালমতো পড়াবো।’ আরও এক অভিভাবকের বক্তব্য, ‘যে পরিস্থিতি চলছে এতে মনের মধ্যে দ্বিধা কাজ করছে। আমরা চাই স্কুল ভালমতো চলুক। গ্রামের মধ্যে ভাল স্কুল নেই। তাই এই স্কুলটাই ভরসা আমাদের সন্তানদের জন্য।’

বস্তুত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়ি পিংলায়। শুক্রবার সকাল প্রায় ৮ টা নাগাদ আয়কর দফতরের স্টিকার লাগানো গাড়িতে করে কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িতে আসেন আধিকারিকরা। জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ওই জমির দাম প্রায় ৪৫ কোটি টাকা। নোটবন্দীর সময় ওই জমি কেনা হয়েছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। যাঁরা জমি বিক্রি করে টাকা পেয়েছিলেন, এমন কয়েকজনের সঙ্গেও ইডির আধিকারিকরা কথা বলেছেন বলে খবর। তাঁদের দাবি, তাঁরা টাকা পেয়েছেন। অন্যদিকে কল্যাণময় এবং কৃষ্ণ অধিকারী – এই দুইজন একটি সংস্থার জয়েন্ট ডিরেক্টর, যেটির ঠিকানা এনএসসি বোস রোডে, যা পার্থ বাবুর নাকতলার বাড়ির কাছেই।

 

 

 

 

 

 

Next Article