Partha Chatterjee: ‘হাতের কাছে কাগজপত্র যা পেল, সব নিয়ে গেল’, ১১ ঘণ্টা পর পার্থ-র আত্মীয়র বাড়ি থেকে বেরোলেন আধিকারিকরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 22, 2022 | 11:40 PM

Pingla: পার্থ বাবুর আত্মীয় বলেন, "কিচ্ছু বলেননি। কাগজপত্র যা পেলেন, সব নিয়ে গেলেন। আমাকে কিছুই জিজ্ঞেস করেননি।"

Partha Chatterjee: হাতের কাছে কাগজপত্র যা পেল, সব নিয়ে গেল, ১১ ঘণ্টা পর পার্থ-র আত্মীয়র বাড়ি থেকে বেরোলেন আধিকারিকরা
পিংলায় পার্থর আত্মীয়র বাড়িতে আধিকারিকরা

Follow Us

পিংলা : প্রায় ১১ ঘণ্টা পর পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র বাড়ি থেকে বেরোলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়ি পিংলায়। শুক্রবার সকাল প্রায় ৮ টা নাগাদ আয়কর দফতরের স্টিকার লাগানো গাড়িতে করে কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িতে আসেন আধিকারিকরা। প্রথমে অনুমান করা হয়েছিল আয়কর হানা দিয়েছে। কিন্তু পরে জানা যায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরাই হানা দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র বাড়িতে।

আধিকারিকরা অবশ্য বিষয়টি নিয়ে কোনও মুখ খোলেননি। আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর কৃষ্ণচন্দ্র অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ইডি অফিসাররা এসেছিলেন। তাঁকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে পার্থ বাবুর আত্মীয় বলেন, “কিচ্ছু বলেননি। কাগজপত্র যা পেলেন, সব নিয়ে গেলেন। আমাকে কিছুই জিজ্ঞেস করেননি। প্রায় ৮ টা নাগাদ এসেছিলেন। এখানে খাওয়া-দাওয়া করলেন, টিফিন করলেন, বিশ্রাম নিলেন। কোনও তথ্যই জানতে চাননি। ওনারা হাতের কাছে যা পেয়েছেন, সব নিয়ে গিয়েছেন।” যদিও কোন কাগজপত্র আধিকারিকরা নিয়ে গিয়েছেন, সেই সংক্রান্ত কোনও কথা বলতে চাননি মন্ত্রীর আত্মীয়।

উল্লেখ্য, এ দিন সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও সকালেই পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা পাওয়া গিয়েছে। তিনি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

স্থানীয় একাধিক সূত্র মারফত খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওই আত্মীয়ের একটি বাগানবাড়ি রয়েছে। এছাড়া একটি স্কুলও রয়েছে। সেই স্কুলের হালও যে কোনও অভিজাত স্কুলকে টক্কর দেওয়ার মতো। স্কুলে রয়েছে বিদেশি মার্বেল। সূত্রের খবর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজেও ওই এলাকায় বেশ কয়েকবার গিয়েছিলেন। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকদের হানায় শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, ওই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ওই জমির দাম প্রায় ৪৫ কোটি টাকা। নোটবন্দীর সময় ওই জমি কেনা হয়েছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। যাঁরা জমি বিক্রি করে জমি পেয়েছিলেন, এমন কয়েকজনের সঙ্গেও ইডির আধিকারিকরা কথা বলেছেন বলে খবর। তাঁদের দাবি, তাঁরা টাকা পেয়েছেন। অন্যদিকে কল্যাণময় এবং কৃষ্ণ অধিকারী – এই দুইজন একটি সংস্থার জয়েন্ট ডিরেক্টর, যেটির ঠিকানা এনএসসি বোস রোডে, যা পার্থ বাবুর নাকতলার বাড়ির কাছেই।

Next Article