পশ্চিম মেদিনীপুর: একটানা ১২ ঘণ্টা। লাগাতার জেরার মুখে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়। একটানা জেরার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। কৃষ্ণচন্দ্র অধিকারী। সম্পর্কে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইয়ের মামা।পশ্চিম মেদিনীপুরের খিরিন্দা গ্রামের সামান্য পুরোহিত থেকে আজ তিনি প্রভাবশালী।
শুক্রবার সকাল প্রায় ৮ টা নাগাদ আয়কর দফতরের স্টিকার লাগানো গাড়িতে করে কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িতে আসেন আধিকারিকরা। প্রথমে অনুমান করা হয়েছিল আয়কর হানা দিয়েছে। কিন্তু পরে জানা যায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরাই হানা দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র বাড়িতে।
আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর কৃষ্ণচন্দ্র অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ইডি অফিসাররা এসেছিলেন। তাঁকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে পার্থ বাবুর আত্মীয় বলেন, ‘কিচ্ছু বলেননি। কাগজপত্র যা পেলেন, সব নিয়ে গেলেন। আমাকে কিছুই জিজ্ঞেস করেননি। প্রায় ৮ টা নাগাদ এসেছিলেন। এখানে খাওয়া-দাওয়া করলেন, টিফিন করলেন, বিশ্রাম নিলেন। কোনও তথ্যই জানতে চাননি। ওনারা হাতের কাছে যা পেয়েছেন, সব নিয়ে গিয়েছেন।’
শনিবার সারাদিন কৃষ্ণচন্দ্র অধিকারীকেই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, বেসরকারি স্কুলটি যে জমিতে গড়ে উঠেছে, সেই জমি কেনা-বেচায় মধ্যস্থতা করেছিলেন কৃষ্ণচন্দ্র অধিকারী। কৃষ্ণচন্দ্রবাবুর স্ত্রী রীনা অধিকারীর দাবি, জমি কেনার সময় পরিষ্কার করে জানানো হয়নি যে ওইখানে স্কুল হবে নাকি অন্য কিছু।
এ দিন সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও সকালেই পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা পাওয়া গিয়েছে। তিনি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই সূত্র মারফত জানা গিয়েছে।