Ghatal: মিলছে না সজল ধারা প্রকল্পের পানীয় জল, সমস্যায় একাধিক পরিবার

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2024 | 8:43 AM

Ghatal: ওই এলাকার স্থানীয়দের আরও অভিযোগ, সজল ধারা প্রকল্প থেকে জল দুটি ভাগে ভাগ করে দেওয়া হয় একটি ভাগে খুব সুন্দর জল পরিষেবা পাচ্ছে অন্য গ্রামের বাসিন্দারা। এবং অপরভাগে জলের পরিষেবা তাঁরা পাচ্ছেন না।

Ghatal: মিলছে না সজল ধারা প্রকল্পের পানীয় জল, সমস্যায় একাধিক পরিবার
ঘাটালে পানীয় জলের সমস্যা
Image Credit source: TV9 Bangla

Follow Us

 ঘাটাল: দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের চরম সমস্যায় একাধিক পরিবার। মেলেনি সজল ধারা প্রকল্পের পানীয় জল। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দাসপুর ২ নম্বর ব্লকের জোৎঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের শ্যামগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘ কয়েকবছর ধরে পানীয় জলের চরম সমস্যায় এলাকার মানুষজন। সজলধারা প্রকল্পের জল না পাওয়াই গ্রামে থাকা একটি মাত্র টিউবওয়েলে পাম্প করেই পানীয় জল ব্যবহার করতে হচ্ছে এলাকার প্রায় ৩০ টি পরিবারকে। বারে বারে প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনরকম কোন সুরাহা, অভিযোগ এলাকাবাসী।

ওই এলাকার স্থানীয়দের আরও অভিযোগ, সজল ধারা প্রকল্প থেকে জল দুটি ভাগে ভাগ করে দেওয়া হয় একটি ভাগে খুব সুন্দর জল পরিষেবা পাচ্ছে অন্য গ্রামের বাসিন্দারা। এবং অপরভাগে জলের পরিষেবা তাঁরা পাচ্ছেন না। পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপির টিকিটে লড়াকু বিভূতি রানার অভিযোগ ঘটনায় রাজনৈতিক রং রয়েছে। তাই হয়তো সেই কারণেই জলের সমস্যায় ভুগতে হচ্ছে তাঁদের, কারণ ওই এলাকার মানুষেরা তাঁরা বিজেপিকে সমর্থন করেন।

যদিও ওই এলাকায় তৃণমূলের টিকিটে জয়লাভ করা তৃণমূল পঞ্চায়েত সদস্য নিমাই হাজরা-র দাবি “খবরের শিরোনামে আসার জন্য এই কাজ করছে। সমস্যা একটা হয়েছে খুব শীঘ্রই সমাধান হবে।”

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সময়মতো জল না পেলেও সময় মতো টাকা দিয়ে দিতে হয়, টাকা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ফাইন নেওয়া হয় তাঁদের কাছ থেকে।

যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত জোদঘনশ্যাম গ্রাম পঞ্চায়েত প্রধান কাবেরী মান্না বলেন, “স্থানীয় মানুষেরা কোনও রকম কোনো অভিযোগ জানাননি এবং ওই এলাকায় জলের সমস্যা থাকার কারণেই একটি সাবমার্সেবল নতুন করে বসানো হয়েছে, খুব শীঘ্রই সেটি নাকি চালু হবে।” তবে ঘটনা যাই হোক, পানীয় জলের সমস্যায় রয়েছে পুরো এলাকা তা একেবারে স্পষ্ট।

Next Article