ঘাটাল: পুজোর আগে জলে ভাসছে দক্ষিণবঙ্গের কিছুটা অংশ। এখন বৃষ্টি কিছুটা কমেছে। কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে এখনও জলমগ্ন ঘাটাল ও তার সংলগ্ন বিস্তৃর্ণ এলাকা। ইতিমধ্যে বহু মানুষকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। নেমেছে এনডিআরএফ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ত্রাণের ভিডিয়ো।
ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?
এক গলা জলে দাঁড়িয়ে রয়েছেন মহিলা থেকে পুরুষ। বন্যার ত্রাণের জন্য হাহাকার করছেন সকলে। দূরে দাঁড়িয়ে একটি নৌকা সেখান থেকে দেওয়া হচ্ছে ত্রিপল ও বন্যার ত্রাণ সামগ্রী। সেই ত্রাণ নিতে নৌকার কাছে সাঁতরে যাচ্ছেন মহিলারা। হুড়োহুড়ি করছেন।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কমেন্টের বন্যা বইছে সেখানে। কেউ কেউ লিখছেন পরিস্থিতি কতটা সঙ্গিহীন হয়েছে সেই চিত্রই ফুটে উঠেছে।
এদিকে,পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নদীর জলস্তর অনেকটাই কমেছে। নদীর জল কমলেও চন্দ্রকোণার দুটি ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। প্লাবিত এলাকাগুলি থেকে জল নামছে ধীরগতিতে।
জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। চন্দ্রকোণায় বিভিন্ন গ্রামীণ সড়ক ও হাইওয়ে থেকে জল নেমেছে। অপরদিকে ঘাটাল ও দাসপুরে বন্যা পরিস্থিতির এখনই উন্নতির কোনও সম্ভাবনা নেই। ঘাটাল পৌরসভার ১৭ টির ১৫ টি ওয়ার্ড জলমগ্ন, ঘাটাল ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের ১০ টি জলবন্দি। ঘাটালে যাতায়াতে এখন একমাত্র ভরসা নৌকা।
দাসপুর ১ ব্লকের রাজনগর ও নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই নিয়ে চতুর্থ বার বন্যার কবলে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোণা। দীর্ঘ জলবন্দি অবস্থায় থেকে চরম দুর্ভোগে প্লাবিত এলাকার বাসিন্দারা।পানীয় জল, যাতায়াত, নিত্যদিনের কাজকর্ম থেকে ব্যবসায়ীদের ব্যবসারও প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায়। যদিও প্রশাসনের তরফে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে।
দুর্গাপুর ব্যারাজ থেকে আরও কিছুটা কমানো হল জল ছাড়ার পরিমাণ। শনিবার রাত দশটায় ছাড়া হয়েছে ১,২৬,২০০ কিউসেক জল ।
দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা কমানো হল। শনিবার সকালে ছাড়া হচ্ছিল ১,৫৫,৪০০ কিউসেক জল। বেলায় আরও কিছুটা কমানো হয় জল ছাড়ার পরিমাণ। ১,৪৬,৪০০ কিউসেক জল ছাড়া হয়। পরে আরও কমানো হয় জল ছাড়ার পরিমাণ।
শনিবার দুপুরে ছাড়া হয় ১,৩৬,২০০ কিউসেক জল। শনিবার সন্ধ্যেয় দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছিল ১,২৯,৭০০ কিউসেক জল। রাত দশটা থেকে ছাড়া হচ্ছে ১,২৬,২০০ কিউসেক জল।
নতুন করে বৃষ্টি না হওয়ায় দুর্গাপুর ব্যারাজ থেকে দফায় দফায় কমানো হচ্ছে জল ছাড়ার পরিমাণ । শনিবার সন্ধ্যেয় দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে ১,২৬,২০০ কিউসেক জল ।
সেচ দফতর সূত্রে জানা গেছে বৃষ্টি না হলে ধীরে ধীরে আরও কমানো হবে জল ছাড়ার পরিমাণ। গত ১২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। কিন্তু ঝাড়খণ্ডে অতি বৃষ্টির জেরে ডুবতে বসেছে এ রাজ্যের একাধিক জেলা। জলাধারগুলি থেকে হু-হু করে জল ছাড়ছে ডিভিসি। ফলে যা হওয়ার হয়েছে সেটাই। পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ-সহ বাঁকুড়া, হুগলি ও হাওড়ার একাধিক ব্লক পুরোপুরি জলের তলায়। বন্যা পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে উঠেছে যে এ বার সেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
আরও পড়ুন: Bhawanipur Bypoll Results 2021: ভবানীপুরে রেকর্ড জয় মমতার, তবুও কুকথা অনুব্রতর!
ঘাটাল: পুজোর আগে জলে ভাসছে দক্ষিণবঙ্গের কিছুটা অংশ। এখন বৃষ্টি কিছুটা কমেছে। কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে এখনও জলমগ্ন ঘাটাল ও তার সংলগ্ন বিস্তৃর্ণ এলাকা। ইতিমধ্যে বহু মানুষকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। নেমেছে এনডিআরএফ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ত্রাণের ভিডিয়ো।
ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?
এক গলা জলে দাঁড়িয়ে রয়েছেন মহিলা থেকে পুরুষ। বন্যার ত্রাণের জন্য হাহাকার করছেন সকলে। দূরে দাঁড়িয়ে একটি নৌকা সেখান থেকে দেওয়া হচ্ছে ত্রিপল ও বন্যার ত্রাণ সামগ্রী। সেই ত্রাণ নিতে নৌকার কাছে সাঁতরে যাচ্ছেন মহিলারা। হুড়োহুড়ি করছেন।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কমেন্টের বন্যা বইছে সেখানে। কেউ কেউ লিখছেন পরিস্থিতি কতটা সঙ্গিহীন হয়েছে সেই চিত্রই ফুটে উঠেছে।
এদিকে,পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নদীর জলস্তর অনেকটাই কমেছে। নদীর জল কমলেও চন্দ্রকোণার দুটি ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। প্লাবিত এলাকাগুলি থেকে জল নামছে ধীরগতিতে।
জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। চন্দ্রকোণায় বিভিন্ন গ্রামীণ সড়ক ও হাইওয়ে থেকে জল নেমেছে। অপরদিকে ঘাটাল ও দাসপুরে বন্যা পরিস্থিতির এখনই উন্নতির কোনও সম্ভাবনা নেই। ঘাটাল পৌরসভার ১৭ টির ১৫ টি ওয়ার্ড জলমগ্ন, ঘাটাল ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের ১০ টি জলবন্দি। ঘাটালে যাতায়াতে এখন একমাত্র ভরসা নৌকা।
দাসপুর ১ ব্লকের রাজনগর ও নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই নিয়ে চতুর্থ বার বন্যার কবলে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোণা। দীর্ঘ জলবন্দি অবস্থায় থেকে চরম দুর্ভোগে প্লাবিত এলাকার বাসিন্দারা।পানীয় জল, যাতায়াত, নিত্যদিনের কাজকর্ম থেকে ব্যবসায়ীদের ব্যবসারও প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায়। যদিও প্রশাসনের তরফে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে।
দুর্গাপুর ব্যারাজ থেকে আরও কিছুটা কমানো হল জল ছাড়ার পরিমাণ। শনিবার রাত দশটায় ছাড়া হয়েছে ১,২৬,২০০ কিউসেক জল ।
দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা কমানো হল। শনিবার সকালে ছাড়া হচ্ছিল ১,৫৫,৪০০ কিউসেক জল। বেলায় আরও কিছুটা কমানো হয় জল ছাড়ার পরিমাণ। ১,৪৬,৪০০ কিউসেক জল ছাড়া হয়। পরে আরও কমানো হয় জল ছাড়ার পরিমাণ।
শনিবার দুপুরে ছাড়া হয় ১,৩৬,২০০ কিউসেক জল। শনিবার সন্ধ্যেয় দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছিল ১,২৯,৭০০ কিউসেক জল। রাত দশটা থেকে ছাড়া হচ্ছে ১,২৬,২০০ কিউসেক জল।
নতুন করে বৃষ্টি না হওয়ায় দুর্গাপুর ব্যারাজ থেকে দফায় দফায় কমানো হচ্ছে জল ছাড়ার পরিমাণ । শনিবার সন্ধ্যেয় দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে ১,২৬,২০০ কিউসেক জল ।
সেচ দফতর সূত্রে জানা গেছে বৃষ্টি না হলে ধীরে ধীরে আরও কমানো হবে জল ছাড়ার পরিমাণ। গত ১২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। কিন্তু ঝাড়খণ্ডে অতি বৃষ্টির জেরে ডুবতে বসেছে এ রাজ্যের একাধিক জেলা। জলাধারগুলি থেকে হু-হু করে জল ছাড়ছে ডিভিসি। ফলে যা হওয়ার হয়েছে সেটাই। পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ-সহ বাঁকুড়া, হুগলি ও হাওড়ার একাধিক ব্লক পুরোপুরি জলের তলায়। বন্যা পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে উঠেছে যে এ বার সেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
আরও পড়ুন: Bhawanipur Bypoll Results 2021: ভবানীপুরে রেকর্ড জয় মমতার, তবুও কুকথা অনুব্রতর!