ঘাটাল: সামনেই লোকসভা ভোট। শাসক থেকে বিরোধী সকলেরই প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। চলছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি। এর মধ্যে যেন বাড়তি অক্সিজেন ঢুকল ঘাসফুল শিবিরে। সমবায় নির্বাচনে জয়ী হল তৃণমূল। বাজি ফাটিয়ে, বাজনা বাজিয়ে বিজয়ী উৎসব পালন করল রাজ্যের শাসক শিবির।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শুকচন্দ্রপুর সমবায় সমিতি। সেখানে মোট আসন সংখ্যা ৩৫। জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেলেও দশটি আসনের বেশি মনোনয়ন জমা করতে পারেন বিরোধীরা। এর মধ্যে তাও ৯ টি আসনে সিপিএম ও একটি আসনে নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। ফলে ২৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। আগেও এই সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল। পুনরায় তৃণমূলের দখলে হওয়ায় বাড়তি খুশি ঘাসফুল শিবিরের অন্দরে।
ইতিমধ্যে প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তৃণমূল। মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তী বেরা,ঘাটাল শহর তৃণমূলের সভাপতি অরুন মণ্ডল সহ সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক সহ তৃণমূলের নেতৃত্বরা। তবে এই জয়েও সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএম। ঘাটালের তৃণমূল নেতা চিন্ময় পাল বলেছেন, “সমবায় নির্বাচন একটা রাজনৈতিক পদ্ধতি মেনে হয়। প্রতিটি রাজনৈতিক দলকে ডেকে, নির্ঘণ্ট ঘোষণা করা হয়। এরা কাউকে না জানিয়ে চুপিচুপি নির্বাচন করার সুপরিকল্পিত পরিকল্পনা করেছিল। ২৮ জানুয়ারি নির্বাচন তার মনোনয়ন জমা পড়ছে ডিসেম্বরের চার-পাঁচ তারিখে। দু’মাস আগে কোনও সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা করা হয় দেখেছেন?”