ঘাটাল: পুকুরের জল ব্যবহার করা যাচ্ছে না। সংস্কারের আবেদন নিয়ে পৌরসভায় হাজির শিব ভক্তরা। দ্রুত সংস্কারের আশ্বাস পৌর প্রধানের।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকার। জানা যায় ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে প্রাচীণ বড়ামতলা শিব মন্দিরের শিব ভক্তরা চৌধুরী পুকুরে স্নান করে আসছে বহু দিন ধরে। কিন্তু রাজ্য সড়ক সংস্কারের সময় থেকে পুকুরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে বর্তমানে পুকুরটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। পুকুরে স্নান করতে পারছেন না শিবের ভক্তরা।
সেই কারণে পুকুরটি দ্রুত সংস্কারের দাবিতে ঘাটাল পৌরসভায় হাজির শিব ভক্তরা। তাঁদের আবেদন পেয়ে পুকুরটি দ্রুত সংস্কারের আশ্বাস দিল ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা।