দাসপুর: স্কুলের কাছেই রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। সেই দোকানেই এবার আবগারি দফতরের হানা। রাতের অন্ধকারে লিটার লিটার মদ বাজেয়াপ্ত করলেন আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই এলাকার ঘটনা। অভিযোগ ওঠে, দুপুর থেকে রাত পর্যন্ত ওই দোকানে ব্যবসা চলে। আর সেই অভিযোগ পেয়েই হাজির হন আবগারি দফতরের আধিকারিকরা।
দাসপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই স্কুল লাগোয়া মদের দোকান নিয়ে অভিযোগ তুলছিল। নাবালক-নাবালিকাদের যেখানে নিত্য যাতায়াত সেখানে এভাবে চোলাইয়ের ব্যবসা কু প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ তুলেছিলেন অভিভাবকেরাও। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই ব্যবসা চলছিল তা নিয়ে প্রশ্নও তোলেন অনেকে।
দিনের আলোতেও নাকি চলত চোলাই মদ বিক্রির কারবার। খবর পেয়ে শুক্রবার রাতে আবগারি দফতরের ডেপুটি কালেক্টর সুপ্রজিৎ হীরার নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে দোকানে হানা দেয়। সেখান থেকে বোতল বোতল মদ উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি বলে আবগারি দফতর সূত্রে খবর।