Mamata Banerjee: মমতার বাড়ির গলিতে কেন অস্ত্র নিয়ে ঢুকেছিলেন আমিন, স্বামীকে নিয়ে বিস্ফোরক স্ত্রী

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 21, 2023 | 5:20 PM

Mamata Banerjee: শেখ নুর আমিনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার কেদার এলাকায়। থাকতেন মেদিনীপুর শহরের অলিগঞ্জের শ্বশুরবাড়িতে।

Mamata Banerjee: মমতার বাড়ির গলিতে কেন অস্ত্র নিয়ে ঢুকেছিলেন আমিন, স্বামীকে নিয়ে বিস্ফোরক স্ত্রী
ডান দিকে আমিনের স্ত্রী পুনম বিবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অস্ত্র-সহ গ্রেফতার হয়েছেন তাঁর স্বামী। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ছুরি, ভোজালি, গাঁজা। দীর্ঘ সময়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সেই যুবক শেখ নূর আমিনকে। এবার স্বামীকে নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী পুনম বিবি। জানা গিয়েছে, শেখ নুর আমিনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার কেদার এলাকায়। থাকতেন মেদিনীপুর শহরের অলিগঞ্জের শ্বশুরবাড়িতে। গত সোমবার মেদিনীপুর থেকে কলকাতায় গিয়েছেন তিনি।

স্ত্রী পুনম বিবির দাবি, স্বামী নূর আমিনের ‘মাথার ডিস্টার্ব’ রয়েছে। অর্থাৎ তাঁর স্ত্রীর কথা মতো, আমিনের মানসিক কিছু সমস্যা রয়েছে। তবে ক্যামেরার সামনে সেভাবে কথা বলতে নারাজ স্ত্রী। তবে জামাই কী করেন, তা নিয়ে তাঁর শাশুড়ি, প্রতিবেশীরা কেউই সেভাবে কিছু বলতে পারলেন না।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় তো ‘ভাল ছেলে’ বলেই পরিচিত শেখ আমিন। কিন্তু এ ধরনের ঘটনা কেন ঘটালেন, তা সম্পর্কে বিন্দুবিসর্গ আঁচ করতে পারছেন না তাঁরা।

১৩ বছর আগে পুনমের সঙ্গে বিয়ে হয় শেখ আমিনের। বাড়িতে রয়েছে দুই পুত্রসন্তান। মেদিনীপুর শহরের কলিজিয়েট স্কুলে পড়াশোনা করে দুজন। বাবার এই কাণ্ডে হতবাক তারাও।

আমিনের ডেবরার বাড়ি

স্ত্রী নিজেই জানালেন, তাঁর স্বামী ইন্টেরিয়র ডিজাইনার। তাঁর বন্দুক রয়েছে, তবে তার লাইসেন্সও রয়েছে। স্ত্রী সাফ জানিয়েছেন, “গাড়িতে সব পাওয়া গিয়েছে, তিনি নিজে তো কিছু করেননি।”

শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চে যখন চরম ব্যস্ততা, তখনই সকাল সাড়ে ১০টা থেকে ১১ টা নাগাদ শেখ নূর আমিনকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের গলি থেকে প্রথমে আটক করা হয়। নিয়মমাফিক গাড়ি পরীক্ষা করতে গিয়েই দেখা যায়, গাড়িতে আগ্নেয়াস্ত্র, ছুরি, ভোজালি। আমিন আবার পুলিশের কাছে নিজেকে পুলিশ কর্মী বলে পরিচয় দেন। ঠিক কেন তিনি গাড়িতে অস্ত্র নিয়ে গিয়েছিলেন, আমিনকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। আপাতত সবই তদন্তসাপেক্ষ।

Next Article