Fire Incident: ভোররাতের আগুনে ভস্মীভূত ৫ বাড়ি, কান্নায় ভেঙে পড়েছেন বস্তিবাসীরা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 06, 2023 | 7:35 AM

বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ক্ষীরপাই হালদার দিঘি এলাকায়।

Fire Incident: ভোররাতের আগুনে ভস্মীভূত ৫ বাড়ি, কান্নায় ভেঙে পড়েছেন বস্তিবাসীরা
বিধ্বংসী আগুন

Follow Us

ঘাটাল: ভোররাতের ভয়াবহ আগুন বস্তিতে। এর জেরে সম্পূর্ণ ভস্মীভূত হল পাঁচটি বাড়ি। এ ছাড়াও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বস্তিতে থাকা বাকি বাড়িগুলিও। বিধ্বংসী আগুনে বাড়ির মধ্যে থাকা সব জিনিসপত্র পুড়ে গিয়েছে। এমনকি সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় নথিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়েই ভোররাতেই ঘটনাস্থলে এসেছিলেন দমকল। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছেন দমকলের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতেও সমর্থ হয়েছেন তাঁরা। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভা এলাকায়। সেখানকার হালদারদিঘি এলাকায় থাকা বস্তিতে লেগেছিল আগুন। কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে বস্তির বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি সেখানকার বাসিন্দারা।

বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ক্ষীরপাই হালদার দিঘি এলাকায়। হালদার দিঘি বস্তিতে ১৫টির মতো পরিবার বসবাস। হঠাৎ করে সোমবার ভোররাতে সেই বস্তিতেই কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পাশাপাশি পানীয় জলের কোন ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে পারেননি। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় ঘাটালের দমকলবাহিনী। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গিয়েছে পাঁচটি বাড়ি।

রজিনা বিবি নামের ওই বস্তির এক বাসিন্দা বলেছেন, “আমরা শুয়ে ছিলাম। হঠাৎ করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সবকিছু পুড়ে গিয়েছে। রাত তিনটের সময় আগুন লেগেছে।” শেখ সাহাবুদ্দিন নামের সেখানকার এখ বাসিন্দা কাঁদতে কাঁদতে বলেছেন, “আমরা ঘুমিয়ে ছিলাম। চিৎকার শুনে বুঝি আগুন লেগেছে। তার পর গরু-ছাগল সরিয়ে বাড়ি থেকে গ্যাস বের করে দিই। আমাদের সব শেষ হয়ে গেল। আমরা এখন কী করব?” আগুনের ঘটনা নিয়ে এক দমকলকর্মী বলেছেন, “খবর পেয়েই আমরা চলে আসি। আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনও মানুষ বা গবাদি পশু মারা যায়নি। তবে বাড়ির ক্ষতি হয়েছে। আগুন কেন লেগেছে তা নিয়ে তদন্ত চলছে।”

Next Article