পশ্চিম মেদিনীপুর: বাবার সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্রী। স্কুলে ঢুকেও পড়ে। বাইরে তখনও দাঁড়িয়ে বাবা। হলে ঢোকার আগেই অতর্কিতে মেয়ের ওপর হামলা। এক যুবক ছুরি হাতে এলোপাথাড়ি কোপ মারছে তাঁর মেয়েকে। দৃশ্য দেখে ছাত্রীর বাবাও দৌড়ে যান। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনিও। স্কুলের ভেতরেই ছুরিকাহত ছাত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলের ঘটনায় চাঞ্চল্য এলাকায় । দু’জনেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী গড়বেতা থানা এলাকার বাসিন্দা। সে রসকুণ্ডু হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ে। বুধবার তার স্কুলে পরীক্ষা ছিল। বাবার সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পরীক্ষায় বসার আগেই এক যুবক স্কুলের মধ্যেই ছুরি নিয়ে ওই ছাত্রীর ওপর হামলা চালাতে থাকে। এলোপাথাড়ি কোপাতে থাকে তাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রী। গেটের বাইরে থেকে দেখতে পেয়েই দৌড়ে স্কুলের ভিতরে ঢুকে পড়েন ছাত্রীর বাবা। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হন তিনিও।
জানা গিয়েছে, ছাত্রী ও তাঁর বাবার শরীরে একাধিক ক্ষত তৈরি হয়েছে। চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে স্কুলের কর্মীরা ও বাকি অভিভাবকরা জড়ো হয়ে যান। তাঁরাই দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে থানায় নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । জানা গিয়েছে, এর আগেও ওই ছাত্রটিকেই জোর করে স্কুল থেকে তুলে নিয়ে গিয়েছিল ওই যুবক। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত এই নিয়ে স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।