মেদিনীপুর: বিজেপির মিছিলে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই বন্দুক থেকে পালায় দুষ্কৃতীরা। পরে মাচার নীচ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালের মনসুকায়। পলাতক অভিযুক্তরা।
রবিবার সন্ধ্যায় ঘাটালের দৌলতচক থেকে একটি বন্দুক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রীতম মান্না ওরফে বাপ্পা বলে তৃণমূলের এক কর্মী ওই বন্দুক নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। স্থানীয় বাসিন্দারা দেখে ফেললে বন্দুকটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্দুকটি উদ্ধার করে।
যদিও বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় একটি বিজেপির বিজয় মিছিল চলছিল। তখনই তৃণমূলের কয়েকজন কর্মী হাতে বন্দুক নিয়ে এলাকায় দাপাদাপি করছিল, আর হাতে বন্দুক দেখে বিজেপি কর্মীরা তাড়া করতেই তারা দৌড়ে পালিয়ে যায়। ভয়ে বন্দুকটিও ফেলে পালিয়ে যায় বলে দাবি বিজেপির। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে বন্দুকটি এলাকারই একটি মাচার তলা থেকে উদ্ধার করে।
যদিও ইতিমধ্যে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছেন তিনি। ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, “মনসুকা ২ অঞ্চলে বিজেপির বিজয় মিছিল ছিল। হুগলি থেকে কয়েকজনকে ওই মিছিলে নিয়ে এসেছিল বিজেপি। তাদেরই কয়েকজন বন্দুক নিয়ে এসেছিল। স্থানীয় বাসিন্দারা দেখে ফেলায়, তারা বন্দুক ফেলে পালিয়ে যায়। এখন অপরাধ ঢাকতেই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”