মেদিনীপুর: বন্দেভারত এক্সপ্রেসকে কাঁধে নিয়ে জল ঢালতে চলেছেন ভক্তরা, যা দেখতে রাস্তার দুদিকে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। বন্দেভারত এক্সপ্রেস ছুটছে তমলুক থেকে বাসুলিয়া পর্যন্ত। তমলুকের একদল যুবক সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলিয়া শিব মন্দিরে জল ঢালতে যান বন্দেভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে ।
নীল ষষ্ঠী উপলক্ষে শিবের মাথায় জল ঢালার রেওয়াজ রয়েছে এ বাংলায়। আর সেই শিবের মাথায় জল ঢালতেই বন্দে ভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে শিব মন্দিরের দিকে এগিয়ে চলেছেন একদল ভক্ত । পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে রওনা দিয়েছিলেন তাঁরা। গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলিয়া এলাকার শিব মন্দির । আর বন্দেভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে জল ঢালতে যাওয়া দেখতে গ্রামের মানুষ রাস্তার দুদিকে ভিড় জমিয়েছেন । কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রীর এই বন্দে ভারত এক্সপ্রেস এতটাই জনপ্রিয়, তাই শিবের গাজন উৎসবের আগে এই জল ঢালতে যাওয়ার প্রথাতেও বন্দে ভারত এক্সপ্রেস এর মডেল উঠে এসেছে ।