Medinipur: ‘বন্দে ভারত এক্সপ্রেস’ কাঁধে নিয়েই শিবের মাথায় জল!

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 14, 2024 | 3:04 PM

Medinipur: এদিকে, পুরুলিয়ায় গাজনের উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনায় আহত আরও চারজন । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া থানার জামবাদ গ্রামে ।

Medinipur: বন্দে ভারত এক্সপ্রেস কাঁধে নিয়েই শিবের মাথায় জল!
বন্দে ভারত কাঁধে নিয়ে শিবের মাথায় জল!
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: বন্দেভারত এক্সপ্রেসকে কাঁধে নিয়ে জল ঢালতে চলেছেন ভক্তরা, যা দেখতে রাস্তার দুদিকে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। বন্দেভারত এক্সপ্রেস ছুটছে তমলুক থেকে বাসুলিয়া পর্যন্ত।  তমলুকের একদল যুবক সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলিয়া শিব মন্দিরে জল ঢালতে যান বন্দেভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে ।

নীল ষষ্ঠী উপলক্ষে শিবের মাথায় জল ঢালার রেওয়াজ রয়েছে এ বাংলায়। আর সেই শিবের মাথায় জল ঢালতেই বন্দে ভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে শিব মন্দিরের দিকে এগিয়ে চলেছেন একদল ভক্ত । পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে রওনা দিয়েছিলেন তাঁরা।  গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলিয়া এলাকার শিব মন্দির । আর বন্দেভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে জল ঢালতে যাওয়া দেখতে গ্রামের মানুষ রাস্তার দুদিকে ভিড় জমিয়েছেন । কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রীর এই বন্দে ভারত এক্সপ্রেস এতটাই জনপ্রিয়, তাই শিবের গাজন উৎসবের আগে এই জল ঢালতে যাওয়ার প্রথাতেও বন্দে ভারত এক্সপ্রেস এর মডেল উঠে এসেছে ।

Next Article