Medinipur: সেই ধরা পড়েই গেল, গো খাদ্যের আড়ালে রয়েছে আলু কন্টেনার!

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 24, 2024 | 11:16 AM

Medinipur: চন্দ্রকোণা থানার পুলিশ সূত্রে খবর পেয়ে, প্রায় ৪০০ বস্তার মতো আলু নিয়ে যাওয়া হচ্ছিল এই কন্টেনারে করে। যদিও চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছেন, ভূয়ো কাগজ তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছিল আলু।

Medinipur: সেই ধরা পড়েই গেল, গো খাদ্যের আড়ালে রয়েছে আলু কন্টেনার!
আলু পাচারের চেষ্টা
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর:  গো খাদ্যের আড়ালে রয়েছে আলু কন্টেনার বোঝাই করে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার গাছশিতলা থেকে সোমবার রাতে কন্টেইনার টিকে আটক করে পুলিশ।

চন্দ্রকোণা থানার পুলিশ সূত্রে খবর পেয়ে, প্রায় ৪০০ বস্তার মতো আলু নিয়ে যাওয়া হচ্ছিল এই কন্টেনারে করে। যদিও চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছেন, ভূয়ো কাগজ তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছিল আলু। কন্টেনার থেকে আটক করা হয়েছে, কী আলু নিয়ে যাচ্ছিল এইভাবে আলু যাচ্ছিল কোথায়? পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলায় আলুর দাম আগুনছোঁয়া। কোনওভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আলুর দাম। এই পরিস্থিতি আলু রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে যে আলু বাইরের রাজ্যে যাচ্ছেই, তার আবারও প্রমাণ মিলল।

এর আগে বেআইনিভাবে ঝাড়খণ্ড রাজ্যে আলু নিয়ে যাওয়ার অভিযোগে তিনটি গাড়ির চালক খালাসি-সহ মোট সাতজনকে গ্রেফতার করছিল থানার পুলিশ।

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dawwzam_k9Xc&psig=AOvVaw1fu4p0iJPCZ8gfsaG5b2Dg&ust=1735097004173000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBcQjhxqFwoTCMijxZa6v4oDFQAAAAAdAAAAABAE

Next Article