Medinipur: পৌরসভার ভিতরেই চলছে রান্নাবান্না, অচলাবস্থা কাটাতে এবার মহকুমা শাসকের দ্বারস্থ পৌরপ্রধান

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 26, 2024 | 9:17 PM

Medinipur: সাফাই কর্মীদের আন্দোলনের জেরে পৌরসভায় অচলাবস্থা শুরু হয়েছে । পৌরসভার গেট বন্ধ করে আন্দোলন চালাচ্ছেন সাফাই কর্মীরা । পৌরসভার ভেতরেই চলছে খাওয়া দাওয়া রান্না বান্না ।

Medinipur: পৌরসভার ভিতরেই চলছে রান্নাবান্না, অচলাবস্থা কাটাতে এবার মহকুমা শাসকের দ্বারস্থ পৌরপ্রধান
মেদিনীপুর পৌরসভা
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভার অচলাবস্থা কাটাতে মহকুমা শাসকের দ্বারস্থ পৌরসভার পৌরপ্রধান সহ কাউন্সিলররা। বেতন বৃদ্ধির দাবিতে মেদিনীপুর পৌরসভার গেট আটকে বিক্ষোভ সাফাই কর্মীদের। সাফাই কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা কাজ করছেন কিন্তু তাঁদের বেতন বৃদ্ধি করা হয়নি, তাঁরা বারবার আন্দোলন করেছেন। কিন্তু তাঁদের বক্তব্য, শুধু প্রতিশ্রুতি পেয়েছেন, কোনও কাজ হয়নি। অবশেষে বৃহস্পতিবার থেকে তাঁরা শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছেন।

সাফাই কর্মীদের আন্দোলনের জেরে পৌরসভায় অচলাবস্থা শুরু হয়েছে । পৌরসভার গেট বন্ধ করে আন্দোলন চালাচ্ছেন সাফাই কর্মীরা । পৌরসভার ভেতরেই চলছে খাওয়া দাওয়া রান্না বান্না। জানা গিয়েছে, সাফাই কর্মীদের আন্দোলনের জেরে বৃহস্পতিবার থেকে পৌরসভার কাজকর্ম লাটে উঠেছে । আর তাই পৌরসভার অচল অবস্থা কাটাতে এবার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন পৌর প্রধান-সহ কাউন্সিলররা।

পৌরপ্রধানের দাবি, পূজার পর থেকে তাঁদের বেতন বাড়ানোর কথা জানানো হয়েছে। কিন্তু সাফাই কর্মীদের দাবি জুলাই মাস থেকে বর্ধিত বেতন চালু করতে হবে। দু’পক্ষের অনড় অবস্থানে পৌরসভার কাজ বন্ধ। মেদিনীপুর পৌরসভায় প্রায় দেড় হাজার সাফাইকর্মী রয়েছেন। সরকারি নিয়ম মোতাবেক ৪০০ টাকা করে বেতন করার দাবি জানিয়েছেন তাঁরা। সাফাই কর্মীদের দাবি, তাঁদের দাবি পূরণ না হলে এই ধর্মঘট আন্দোলন চলবে। আর তাতেই পরিস্থিতি জটিল।

Next Article