Medinipur: প্রচারে বেরিয়ে টোটো দুর্ঘটনা, আহত চার তৃণমূল কর্মী

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 22, 2024 | 3:11 PM

Medinipur: চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় প্রচার করছেন আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালী বাগ, সঙ্গে ছিলেন চন্দ্রকোণা বিধায়ক অরূপ ধাঁড়া, প্রচারে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায় তৃণমূল কর্মী সমর্থকদের টোটো গাড়ি।

Medinipur: প্রচারে বেরিয়ে টোটো দুর্ঘটনা, আহত চার তৃণমূল কর্মী
আহত তৃণমূল কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: তৃণমূল প্রার্থীর প্রচারে টোটো উল্টে আহত চার তৃণমূল কর্মী। আশঙ্কাজনক ১।  আশঙ্কাজনক অবস্থায় একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অলোক ঘোড়ই নামে এক তৃণমূল কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যান চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাঁড়া।

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় প্রচার করছেন আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালী বাগ, সঙ্গে ছিলেন চন্দ্রকোণা বিধায়ক অরূপ ধাঁড়া, প্রচারে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায় তৃণমূল কর্মী সমর্থকদের টোটো গাড়ি। দ্রুত আহতদের উদ্ধার করা হয় এবং তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজনের অবস্থা গুরুতর থাকায় তাঁকে ঘাটার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, টোটোটি স্বাভাবিক গতিতেই চলছিল। সম্ভবত টোটোতে প্রয়োজনের তুলনায় বেশি লোক উঠেছিলেন। ফলে ভার সামলানোর সমস্যা ছিল। কোনও গর্তে চাকা পড়েও উল্টে যেতে পারে টোটো। তবে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Next Article