পশ্চিম মেদিনীপুর: তরল সোনার দামে আগুন। এরমধ্যে, শনিবার থেকেই ফের ধর্মঘট শুরু করলেন মৌড়িগ্রাম ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার মালিকরা। ফলে, এরফলে, কলকাতা-সহ আরও পাঁচ জেলায় পেট্রোল-ডিজেল সরবরাহে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। চাতক পাখির মতোই তরল সোনার জন্য অপেক্ষা করতে হতে পারে বলেই আশঙ্কা। করোনা পরিস্থিতির মধ্যেই চলতি মাসের শুরুতে ধর্মঘট ডেকেছিলেন ট্যাঙ্কার মালিকরা। গত ৭অগস্ট সেই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও, ভবিষ্যতে আবারও এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সেই হুঁশিয়ারিই সত্যি হল এ বার।
শনিবার সকাল থেকেই মৌড়িগ্রাম ডিপোয় পেট্রোল-ডিজেলের লোডিং-আনলোডিং বন্ধ করে দেওয়া হয়। একযোগে প্রায় ৩৫০ টি ট্যাঙ্কার বসে যায় বলে খবর সূত্রের। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, ইতিমধ্যেই ১১ টি আউটলেট সরিয়ে নিয়ে যাওয়া হলদিয়া এবং রাজবাঁধে। আরও ৪০টির কাছাকাছি আউটলেট সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে আশঙ্কা। কিছুদিন আগে যখন ধর্মঘট ডাকা হয়েছিল তখন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে সব দাবিদাওয়াই মেনে নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি ট্যাঙ্কারের ভাড়া ও সংখ্যাও আশাপ্রদ না হওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের মৌড়িগ্রাম ইউনিটের সেক্রেটারি রাজকুমার চট্টোপাধ্যায় বলেন, “আমরা তেল সরবরাহ করে থাকি রিটেল আউটলেট থেকে। কিন্তু, বৃহস্পতিবার হঠাত্ করেই ১১টি আউটলেটকে তুলে নিয়ে গিয়ে হলদিয়া ও রাজবাদে স্থানান্তরিত করা হয়েছে। ফলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, প্রায় ৪০-৫০ টি পাম্পের তেল অন্য়ত্র থেকে ভরার ব্যবস্থা করা হচ্ছে।” অ্যাসোসিয়েশনের দাবি, তাদের ব্যবসার এলাকা সীমিত। সেখানে ব্যবসার জায়গা ক্রমশ কমতে থাকলে তেলের গাড়ি কোথায় যাবে? এই নিয়েই মূলত কর্তৃপক্ষকে দ্বিতীয়বার চিন্তা করার আবেদন করেছে অ্যাসোসিয়েশন।
উল্লেখ্যস, ইন্ডিয়ান অয়েলের তিনটি ডিপো রয়েছে যথাক্রমে মৌড়িগ্রাম, দুর্গাপুর এবং হলদিয়ায়। তিনটি ডিপো থেকে প্রতিদিন প্রায় ১৪০০ টি ট্যাঙ্কার বেরয়। শুধু মৌড়িগ্রাম থেকেই বেরয় প্রায় চারশো ট্যাঙ্কার। ধর্মঘটের জেরে শীঘ্রই কলকাতা ও সংলগ্ন জেলা যেমন হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় তেলের ভাঁড়ারে টান পড়তে পারে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। আওসি নির্দেশিত নতুন দরপত্রের জেরেই এই বিপত্তি বলে অভিযোগ অ্যাসোসিয়েশনের।
পাল্টা আইওসির তরফে অভিযোগ, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু আচমকাই ধর্মঘট ডাকা হয়েছে। সংস্থা সূত্রে খবর, ধর্মঘটের জেরে ক্রেতাদের যাতে ভোগান্তির শিকার না হতে হয়, তার জন্য শনিবার থেকেই হলদিয়া এবং রাজবাঁধের ডিপো থেকে তেলের জোগান শুরু হয়েছে। তাই তেলে টান পড়ার আশঙ্কা নেই। তবে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিত্ সেন বলেন, “রাজ্যে হাজার চারেক পেট্রোলপাম্প রয়েছে। সরবরাহ ঠিক না হলে কয়েকদিনের মধ্যেই পাঁচশোর কাছাকাছি পাম্প বসে যেতে পারে।”
মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোতে গত ৪ অগস্ট একটি দরপত্র ডাকা হয়েছিল। সেই দরপত্রের একাধিক ইস্যু মানতে নারাজ ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। তার জেরেই অনির্দিষ্টকালের জন্য ওই ট্যাঙ্কার ধর্মঘট ডাকা হয়। সেই সপ্তাহেই পরিস্থিতি সামাল দিতে মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গে ট্যাঙ্কার মালিকদের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বের হয়নি বলেই খবর। তবে, গত ৭ অগস্ট বিতর্কের কেন্দ্রে থাকা দরপত্র নিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসির পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। আরও পড়ুন: ‘এত ছোট বাচ্চাদের মনে এইসব…’, সহপাঠিনীর উপর যৌন নির্যাতন, ভাইরাল ভিডিয়ো!