ঘাটাল: আর মাত্র একটা ঘণ্টা। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) মহারণ দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ। বিশ্বকাপ জ্বরে ফুটছে বাংলা। তবে টিভির বদলে বড় পর্দায় খেলা দেখার মজাই আলাদা। দিকে দিকে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে পড়েছেন লোকজন। পাড়ায় পাড়ায় চলছে সিট বুকিং। এবার আস্ত সিনেমা হলে দেখানো হবে বিশ্বকাপের ফাইনাল। তার প্রস্তুতিই শেষ পর্যায়ে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভায়। ঠিক হয়েছে এদিন আর সিনেমা হলে চলবে না কোনও সিনেমা। সেই জায়গায় বিনা পয়সায় দেখানো হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ।
প্রসঙ্গত, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারির উদ্যোগে গঠন করা হয়েছে ক্রিকেট লাভারস ক্লাব। সেই ক্লাবই নিয়ে নিয়েছে বড় উদ্যোগ। এই ক্লাবের উদ্যোগেই এদিন রামজীবনপুর পৌরসভার সামনে লাগানো হয়েছে বড় জায়েন্ট স্ক্রিন। সেখানে চলবে ম্যাচ। অন্যদিকে এলাকায় রয়েছে একমাত্র হল দেবলীন সিনেমা। সেখানেই ফ্রিতে দেখানো হবে হবে খেলা। জানা যাচ্ছে এমনটাই।
ইতিমধ্য়েই গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা দিয়ে। এই উদ্যোগ নিতে পারে খুশি সিনেমা হলের মালিক সঞ্জয় মল্লিক। অন্যদিকে এদিনই আবার বিশ্বকাপ ফাইনালে ভারতের সাফল্যের উদ্দেশ্যে ঘাটালে যজ্ঞ করলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। ঘাটাল কলেজ মোড় এলাকায় ভারতের জাতীয় পতাকাও এদিন উত্তোলন করা হয়। হাজির ছিলেন প্রচুর বিজেপি সমর্থক।