মেদিনীপুর: বর্ষাকালে ফের ডেঙ্গির বাড়-বাড়ন্ত। এবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যু মেদিনীপুর শহরের বছর বারোর এক নাবালকের। এই নিয়ে জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু দু’জনের। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে আরও একজনের মৃত্যু হয়েছিল। আর এবার মেদিনীপুর শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু নাবালকের।
মৃতের নাম উমর খান (১২)। তিনি মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে মিঞাবাজার এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, গত ১৬ তারিখ জ্বর নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ওই নাবালক। তারপর শহরের একটি নার্সিংহোমে চিকিৎসা হয় তাঁর। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন তিনি। কিন্তু হঠাৎই গত দু-দিন ধরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল রাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিকে, এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের লোকজন পৌরসভার গাফিলতির দিকে আঙুল তুলছে। গত বছরও এই মরশুমে এই ওয়ার্ডেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অনেকের। আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি ছিল এই ওয়ার্ডেই। যদিও পৌরসভার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ এলাকার কাউন্সিলর অর্পিতা নায়েক। তিনি বলেন, “এটা মর্মান্তিক ঘটনা। ডেঙ্গি ধরা পড়েছে ১৯ অগস্ট। ১৬ অগস্ট বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিল। সেইসময় রিপোর্ট নেগেটিভ। এরপর সরকারি হাসপাতালে ওর আরও অনেক রোগ ধরা পড়েছে।”