পশ্চিম মেদিনীপুর: অন্যান্য দিনের মতই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয় কয়েক জন বাসিন্দা। ততক্ষণে বাজারের বেশ কিছু দোকানপাটও খুলে গিয়েছে। তাঁরাই প্রথম লক্ষ্য করেছিলেন বিষয়টা। রাস্তার ওপর পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। টাটকা তাজা রক্ত। সাতসকালেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায়। কেবল বাজার এলাকাতেই নয়, পাড়ার গলির মধ্যেও তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থানায় খবর পৌঁছয়। দাসপুর থানার পুলিশ ও ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে যায়।
সাতসকালে এরকম তাজা রক্ত দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকায় খবর চাউর হয়ে যায়। কেবল রক্ত দেখতেই ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে, তবে কি কাউকে খুন করা হয়েছে, উঠছে প্রশ্ন। সেক্ষেত্রে একটি ধন্দও থাকছে। যদি খুনই হয়ে থাকে, তাহলে দেহ কোথায়?
এমনিতেই তৃণমূলের শহিদ দিবস ঘিরে জেলা জুড়ে অনেক বাসিন্দাদের মধ্যেই একটা উন্মাদনা রয়েছে। ঠিক এদিন ভোরেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার গৌরা সিনেমা তলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরা সিনেমাতলা স্টপেজ থেকে পুরাতন সিনেমা হল পর্যন্ত প্রায় ৭০০ ফুটেরও বেশি এলাকাজুড়ে রক্ত পড়ে রয়েছে বলে জানান তাঁরা। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশের এক নবনির্মিত ভবনের মধ্যেও দেখা যাচ্ছে রক্তের দাগ।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, দাসপুরের ওসি অমিত মুখোপাধ্যায়। এলাকায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা। এলাকাবাসীদের প্রাথমিক ধারণা, এই রক্ত মানুষেরই। তাঁদের অনুমান, বুধবার রাতেই এলাকায় কোনও নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। দেহ তারপর লোপাট করা হয়েছে। কারণ এত পরিমাণ রক্ত কুকুর কিংবা বিড়াল,গরুর হতে পারে না। সেক্ষেত্রে রক্তের নমুনাও সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠিয়েছে পুলিশ।