Ghatal Flood Situation: দুর্যোগ-দুর্ভোগে নাকাল ঘাটাল, বাড়ছে জলস্তর, এবার দেখা দিচ্ছে পানীয় জলের সঙ্কটও

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 24, 2021 | 9:24 AM

Ghatal Flood Situation: কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবার জল বাড়তে শুরু করেছে।

Ghatal Flood Situation: দুর্যোগ-দুর্ভোগে নাকাল ঘাটাল, বাড়ছে জলস্তর, এবার দেখা দিচ্ছে পানীয় জলের সঙ্কটও
চন্দ্রকোণায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে (নিজস্ব চিত্র)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: ঘাটালে বন্যার জল বাড়ছে। চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘাটালের (Ghatal) বানভাসি এলাকার (Flood Situation) মানুষ।দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কটও।

কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবার জল বাড়তে শুরু করেছে। চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘাটালের বানভাসি এলাকার মানুষ।

গবাদি পশুদেরও খাদ্যের অভাব দেখা দিয়েছে। জলের মধ্যে তারাও সাঁতরে যাচ্ছে অন্যত্র খাবারের সন্ধানে। আবার কোনও কোনও ক্ষেত্রে ডিঙি নৌকয় নিয়ে যাওয়া হচ্ছে তাদের। পানীয় জলের চরম সঙ্কট দেখা দিয়েছে।

টিউবয়েল থেকে শুরু করে ট্যাপ কল সব ডুবেছে জলে। নৌক করে প্রায় দু’কিলোমিটার দূর থেকে নিয়ে যেতে হচ্ছে পানীয় জল। বন্যার জল বাড়ায় খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘাটালের বানবাসি এলাকার মানুষ।

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হলেও, জল কমতে শুরু করেছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকায়। কিন্তু আবার গত দু’দিনের মুষুলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর তাতে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটাল মহকুমার বাসিন্দাদের। ফের তৈরি হয়েছে সেই একই পরিস্থিতি। এখনও ঘাটালের মানুষদের যাতায়াতের একমাত্র উপায় নৌকো বা ডিঙি।

দুর্ভোগ-দুর্যোগ থেকে মুক্তি নেই ঘাটালবাসীর। ডিভিসি থেকে যদি জল ছাড়ে তাহলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে মনে করছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ঘাটাল পৌর এলাকার ১৭ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডে এখনও জলের তলায়। বাড়িঘর-রাস্তাঘাট- পানীয় জলের কল সবই জলের তলায়। শুধু ঘাটাল পৌর এলাকাই নয়, ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এখনও জলের তলায় ছিল। জল কমেছিল ঘাটাল, শিলাবতি ও চন্দ্রকোনা নদীগুলিতে। কিন্তু আবার সেই স্তর বাড়ছে। চরম দুর্ভোগে ঘাটালবাসী।

এদিকে, আগামী শনিবার নতুন করে আবারও ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত রবিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে। সেই সময় উপকূলের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা। ফলে আবারও বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: Death by electrocution: ত্রাণ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু, পরিবারকে অর্থ সাহায্য

Next Article