পশ্চিম মেদিনীপুর: মধ্যরাতে হঠাৎ ‘কারেন্ট অফ’! শীতের রাতে কেউই আর তাতে বিশেষ আমল দেননি। সকালেও দীর্ঘক্ষণ বিদ্যুত আসছিল না। গ্রামবাসীরা ভাবছিলেন এই আসবে আসবে… কিন্তু বেলা হতেই তাঁরা যা দেখলেন, তাতে রীতিমতো চক্ষু চড়কগাছ। গ্রামের বিদ্যুৎ ট্রান্সফরমারটাই তো উধাও! এমন ঘটনায় তাজ্জব গ্রামবাসীরা। ঘাটালের লক্ষ্মণপুর মাইতিপাড়া সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের ট্রানফরমার বসানো ছিল, সেখান থেকেই বিদ্যুৎ বণ্টন হত লক্ষ্মণপুরের মাইতি পাড়া, পানপড়া-সহ বেশ কয়েকটি এলকায়। এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারাই বলছেন, গ্রামে এরকম চুরি হবে কেউ কীভাবে ভাবতে পারেন!জানা যাচ্ছে, শনিবার রাতে আচমকাই গোটা গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে বিষয়টা নিয়ে ওতটা ভাবেননি গ্রামবাসীরা।স্থানীয় বাসিন্দাদের কথায়, গ্রামে মাঝেমধ্যে বিদ্যুৎ চলে যেত। কিন্তু তাঁরা ভেবেছিলেন বিদ্যুৎ চলেও আসবে।
রবিবারের সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ট্রানফরমারটি অন্ধকারে দুষ্কৃতীরা নামিয়ে, তার থেকে মূল্যবান জিনিসপত্র বের করে নিয়েছে। মাঠের মাঝে পড়ে রয়েছে ট্রান্সফরমারের খোলা বাক্স।
অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুষ্কৃতীরা এই কাজ করেছে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত জানিয়েছেন থানায় এবং বিদ্যুৎ দফতরে। প্রসঙ্গত, রাতের অন্ধকারে এই ভাবে ট্রান্সফরমার চুরির ঘটনা রীতিমতো অবাক করেছে স্থানীয় বাসিন্দাদের।
তবে এই কাজ কোনও পেশাদার দক্ষ দুষ্কৃতীই করেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই চুরির কিনারা করে দুষ্কৃতীদের যোগ্য শাস্তি দেওয়া হোক। দ্রুত গ্রামে যাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়, তার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।