শালবনিতে কোবরা ক্যাম্পে গুলি চালিয়ে আত্মঘাতী ২ জওয়ান

Mar 08, 2021 | 5:58 PM

সিআরপিএফ (CRPF) ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জওয়ানের। শালবনিতে (Shalboni) চাঞ্চল্য।

শালবনিতে কোবরা ক্যাম্পে গুলি চালিয়ে আত্মঘাতী ২ জওয়ান
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: শালবনিতে (Shalboni) সিআরপিএফ (CRPF) ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জওয়ানের। তাঁদের মধ্যে এক জন মহিলা। নিহত দুজনের নাম রাজীব কুমার যাদব ও রাবেরি সেজলবেন।

সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়নের কোবরা ক্যাম্পে এক পুরুষ ও এক মহিলা জওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। কী কারণে এই ঘটনা? তা এখনও স্পষ্ট নয়।

তবে প্রাথমিক ভাবে মনে করা হয়েছে, ওই দুই জওয়ানের মধ্যে কোনও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনেই কেউ কাউকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Next Article