Death in Hospital: বাইরে রক্ষী, বাথরুমে ঢুকে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী বন্দি

Debabrata Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 13, 2023 | 8:37 AM

Death in Hospital: চিকিৎসার জন্য চলতি বছরের ১ এপ্রিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল তাঁকে। সেখান থেকে গত ৫ মে চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Death in Hospital: বাইরে রক্ষী, বাথরুমে ঢুকে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী বন্দি
হাসপাতালে বন্দির মৃত্যু

Follow Us

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নকশাল কেবিন থেকে বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম দুলাল ভক্তা (৫৫)। তিনি পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলার বিরিহান্ডির বাগছাপা গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৫ মে হাড়ের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুলাল ভক্তা। কেবিনের বাইরে নিরাপত্তারক্ষীরা থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ ও পুলিশ।

খবর পেয়ে হাসপাতালে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে বাথরুমে গিয়ে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হওয়ায় ভিতরে প্রবেশ করেন নিরাপত্তারক্ষীরা। বাথরুমে ঢুকেই তাঁরা ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম থানায় ২০২২ সালের একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে। গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে ঝাড়গ্রাম জেলে বিচারাধীন বন্দি হিসেবে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ধারায় মামলা করা হয়েছিল। চিকিৎসার জন্য চলতি বছরের ১ এপ্রিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল তাঁকে। সেখান থেকে গত ৫ মে চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জয়ন্ত রাউত বলেন, হাসপাতালের নকশাল কেবিনে এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জেল কর্তৃপক্ষ ও পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকেন সেখানে। তবে এই বিষয়ে জেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article