পশ্চিম মেদিনীপুর: প্রতিবন্ধী কার্ড করিয়ে দেওয়ার নাম করে মূক ও বধির গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে এক জনকে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১১ নং মোহাড় অঞ্চল এলাকায়। গৃহবধূর স্বামীর বয়ান অনুযায়ী, তাঁর স্ত্রী কথা বলতে পারেন না। বিগত কয়েক মাস ধরে প্রতিবেশী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে প্রতিবন্ধী কার্ড করিয়ে দেবে বলে শারীরিক নির্যাতন করতে থাকে বলে অভিযোগ। ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, বিষয়টি জানালে স্ত্রীকে প্রাণনাশেরও হুমকি দেয় অভিযুক্ত।
পরে এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যাকে জানান গৃহবধূর স্বামী। নির্যাতিতার স্বামীর বক্তব্য, তাতে খুব একটা বেশি কর্ণপাত করেননি গ্রাম পঞ্চায়েত সদস্যা। এরপর তিনি সবং থানার দ্বারস্থ হন। সবং থানাতে ওই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ অভিযোগ পেয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়।
যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ওই ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত সদস্যের ডান হাত স্থানীয় তৃণমূল কর্মী। যদিও এই ব্যাপারে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও স্থানীয় অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।