সবং: শিব চতুর্দশীর পরের দিন সকালে মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ৬ মাসের শিশুকন্যাকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্য়েই শিশুকন্যার বাবা ও ঠাকুমাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে সবংয়ের ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলের মুরারিচক এলাকায়। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মুরারিচকের বাসিন্দা চন্দন মণ্ডলের সঙ্গে সবংয়ের নারায়ানবাড় অঞ্চলের হরিপুর এলাকার বাসিন্দা সুমনা চাউলিয়ার বছর দুয়েক আগে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই সুমনার উপর অত্যাচার চালাতো তাঁর শ্বশুরবাড়ির লোকজন। কয়েক মাস আগে তাঁদের একটি কন্যা সন্তানও হয়। অভিযোগ, তারপর থেকেই সুমনার উপর শাশুড়ির অত্যাচার আরও বেড়ে যায়। মেয়ে হওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। সূত্রের খবর, শনিবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে মুড়ি খাওয়া নিয়ে ব্যাপক ঝামেলা হয় স্ত্রীর সঙ্গে। অভিযোগ, সেই সময় বউমাকে বেধড়ক মারধর করে শ্বাশুড়ি। সেই সময় পাশে ছিল পাঁচ মাসের শিশুকন্যা। অভিযোগ উত্তপ্ত অবস্থাতেই মেয়েটিকে শূন্য তুলে আছাড় মারেন চন্দন।
চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নিয়ে সবং গ্রামীন হাসপাতালে যান। কিন্তু, সেখানে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় শিশুটির। ইতিমধ্যেই স্ত্রীর অভিযোগের ভিত্তিতে চন্দন ও তাঁর মাকে গ্রেফতার করে সবং থানার পুলিশ। রবিবারই তাঁদের আদালতে তোলা হচ্ছে।