দাসপুর: স্কুলের ভিতরে ফুটবল খেলার পর পুকুরে স্নান করতে গিয়েছিল এক ছাত্র। সেই সময় আচমকাই জলে ডুবে মৃত্যু হল তাঁর। গোটা ঘটনায় তুমুল উত্তজনা এলাকায়। স্কুল ছাত্রের মৃতদেহ স্কুলের ভিতরে রেখে শিক্ষকদের মারধরের অভিযোগ অভিভাবকদের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি ঠান্ডা করে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা।
মৃত পড়ুয়ার নাম সৌভিক বেরা। সে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খাঞ্জাপুর ইউনিয়ন হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। জানা গিয়েছে, বুধবার ছুটির পর স্কুল থেকে একটি ফুটবল খেলার ম্যাচ আয়োজন করা হয়েছিল। আর সেই ফুটবল খেলার শেষে পড়ুয়ারা সামনেরই একটি পুকুরে নামে স্নানের জন্য। জলে নামে সৌভিকও। তবে ডুবে যায় সে।
এ দিকে, সন্ধ্যে নামার পরও ছেলে বাড়ি না ফেরায় এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন মৃত পড়ুয়ার বাবা। স্কুলের সামনে এসে দেখেন ঝুলছে তালা। শিক্ষকরা সকলেই বাড়ি চলে গিয়েছেন। শুধু স্কুলের গেটের বাইরে পড়ে রয়েছে সৌভিকের বইয়ের ব্যাগ। দ্রুত এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। রাত নাগাদ স্কুল লাগোয়া পুকুর থেকে সৌভিকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় দেখা দেয় চরম উত্তেজনা।
খবর পেয়ে স্কুলে পৌঁছয় শিক্ষকরা। উত্তেজিত জনতা শিক্ষকদের উপর চড়াও হয়। সকলেই দাবি করেন শিক্ষকদের চরম গাফিলতির ফলেই তরতাজা প্রাণটি চলে গেল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনীর ও র্যফ।