West Medinipur Road Block: স্কুল গেটে তালা দিয়ে, সবুজ সাথীর সাইকেল ফেলে রাস্তা মেরামতের দাবি পড়ুয়াদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 26, 2022 | 7:20 PM

Paschim Medinipur: দাসপুর নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা প্রাণকৃষ্ণ হাই স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুলের যাতায়াতের সীমানা গ্রাম লাগোয়া গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার অবস্থা একেবারেই বেহাল।

West Medinipur Road Block: স্কুল গেটে তালা দিয়ে, সবুজ সাথীর সাইকেল ফেলে রাস্তা মেরামতের দাবি পড়ুয়াদের
রাস্তা অবরোধ পড়ুয়াদের (নিজস্ব ছবি)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: কাঁচা-মাটির রাস্তা। অল্প বৃষ্টিতেই হয় বেহাল দশা। স্কুল পৌঁছতে দেরী হয় ওদের। কাদায় সাইকেল আটকে যায়। প্রশাসনকে দীর্ঘদিন জানিয়েও লাভ হয়নি। শেষমেশ বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেব পড়ুয়ারা।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা ও কাঁটা দরজা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দাসপুর নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা প্রাণকৃষ্ণ হাই স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুলের যাতায়াতের সীমানা গ্রাম লাগোয়া গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার অবস্থা একেবারেই বেহাল। কাঁচা মাটির রাস্তা হওয়ায় অল্প বৃষ্টিতে কাদায় পরিণত হয়।

সেই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল হওয়ার কারণে গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও মেরামত হয়নি। সেই কারণে এ দিন সবুজ সাথী সাইকেলকে রাস্তায় ফেলে ছাত্রছাত্রীরা সিমানা এলাকায় পথ অবরোধ শুরু করে।
ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে চলে বিক্ষোভ। পরে খবর পেয়ে দাসপুর থানা পুলিশ গিয়ে ছাত্র-ছাত্রীদের ও স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে সক্ষম হয়।

ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত হাজরা বলেন,”ছাত্ররা এমন যে করবে বুঝতে পারিনি।পুলিশ প্রশাসন বলেছে বিভিন্ন প্রশাসনিক দফতরে লিখিতভাবে আবেদন করতে রাস্তা মেরামতির জন্য।আমি সেই কথা ছাত্রদের বলেছি। আর প্রশাসনের কথা মতই ছাত্র-ছাত্রীদের দীর্ঘক্ষন পরে অবরোধ তুলে নেয়।’

মঙ্গলবার দুপুর ২ নাগাদ পড়ুয়ারা ক্লাসে গেলেও যৎ সামান্য ক্লাস করে এদিন স্কুল ছুটি হয়ে য়ায়। যদিও ছাত্র-ছাত্রীদের দাবি দ্রুত রাস্তা মেরামত না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে।

Next Article