খড়গপুর: পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার আগের রাতে ফের চলল গুলি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই সূত্রের খবর। সোমবার রাতে আচমকাই এলাকায় গুলির শব্দ শুনতে পান বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি। পাশেই পড়ে রয়েছে ওই যুবকের বাইক। থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে যায় ও দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
রেল শহর খড়গপুরের ৯ নম্বর ওয়ার্ডের কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মোটামুটিভাবে জনবসতিপূর্ণ এলাকাতেই রাস্তার মাঝে এই ঘটনা ঘটেছে। এভাবে ভর সন্ধ্যায় গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ছোটু ওরফে যাদব।
পুলিশ সুপার জানিয়েছেন, মৃত যাদব ও আততায়ী সোনু মিশ্রের মধ্যে কোনও পুরনো শত্রুতা ছিল। অর্থনৈতিক কারণেই সেই শত্রুতা বলে জানিয়েছেন তিনি। পুলিশ সুপার বলেন, দুজনেই একে অপরের পরিচিত ছিলেন। এদিন সন্ধ্যায় বাইক নিয়ে ছোটু ওরফে যাদব যখন যাচ্ছিলেন, তখন তাঁকে মাঝপথে আটকান সোনু। পরপর দু রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এরপর পালিয়ে যান সোনু। পুলিশ সুপার জানান, কার্যত তাড়া করেই সোনু মিশ্রকে ধরে ফেলে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোনুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেটির লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বয়ান নেওয়া হচ্ছে।