পশ্চিম মেদিনীপুর: আর পাঁচটা দিনের মতো এদিনও চাষের কাজে জমিতে এসেছিলেন কৃষকরা। ধানের জমিতে সার দিতে দিতে আচমকা একটা বড় আকারের ব্যাগের দিকে নজর যায় তাঁদের। ব্যাগ খুলতেই চোখ কপালে উঠে যায় সকলের। দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে এক কিশোরের দেহ। কোথা থেকে ব্যাগটা ওই জায়গায় এল, কে বা কারা ফেলে রেখে গিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খুড়শী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পলাশি এলাকায়।
সূত্রের খবর, এদিন এলাকার এক বাসিন্দা তাঁর ধান জমিতে সার দিতে গিয়েছিলেন। কাজের মধ্যে আচমকা তিনি দেখতে পান জমিতে পড়ে রয়েছে একটা ব্য়াগ। তার মধ্যে রয়েছে এক কিশোরের দেহ। সঙ্গে সঙ্গে তিনি এলাকার অন্যান্য বাসিন্দাদের ডেকে আনেন। খবর যায় নারায়ণগড় থানা। খবর পেয়েই এলাকায় আসে পুলিশ। উদ্ধার করা হয় দেহটি।
পুলিশ সূত্রে খবর, কিশোরটির বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত নৈপুর এলাকায়। নাম সৌরভ সেনাপতি (১২)। স্থানীয় বাসিন্দাদের অনুমান খুন করে কেউ বা কারা ছেলেটিকে জমিতে ফেলে রেখে গিয়েছে। কিন্তু, কেন খুন করা হল তা নিয়ে রয়েছে রহস্য। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রামের বাসিন্দাদের। মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিত হতে করা হচ্ছে ময়নাতদন্ত।